মাসিক বেতন ২৫ হাজার টাকা! পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজে চাকরির সুযোগ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার রাজ্যের একটি মেডিক্যাল কলেজে শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হল। জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, এই নিয়োগ সম্পন্ন হবে মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগে।

বর্তমান প্রতিবেদনে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিভিন্ন সব তথ্য বিস্তারিত ভাবে উপস্থাপিত করা হল।

জানা গিয়েছে, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে রাজ্যের সবকটি জেলা থেকেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। জারি করা বিজ্ঞপ্তিটির নোটিশ নম্বর হল- Hematology_Project_GIS Leukemia/01/2022। ইতিমধ্যেই ১১ এপ্রিল থেকে শূন্যপদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
১.জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research fellow- JRF) , মোট শূন্যপদের সংখ্যা ১ টি।
২. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট (Project Assistant), মোট শূন্যপদের সংখ্যা ২ টি।

বয়সসীমা:
প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
১. জুনিয়র রিসার্চ ফেলো- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই M.B.B.S/B.D.S-এর ডিগ্রি থাকতে হবে অথবা ফার্স্ট ক্লাস পেয়ে জীবন বিজ্ঞান বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে। সেইসাথে হেমাটোলজি বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে আবেদনকারীদের।
২. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।

বেতন:
১. জুনিয়র রিসার্চ ফেলো- এই পদের জন্য যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন পাবেন।
২. প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য প্রার্থীরা বেতন পাবেন প্রতি মাসে ৬,২০০ টাকা।

আবেদন প্রক্রিয়া:
পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীদের তাঁদের শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য নিয়ে একটি বায়োডাটা বানাতে হবে। ঐ বায়োডাটাটিকে PDF আকারে ইমেল মারফত পাঠিয়ে আবেদন করতে হবে।

বায়োডাটা পাঠানোর জন্য প্রয়োজনীয় ইমেল:
এর মধ্যে যে কোনো একটি ইমেলেই পাঠানো যাবে বায়োডাটা।
১. pkm.hem@gmail.com
২. prakas70@gmail.com

নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ বোর্ডের দ্বারা সংগঠিত ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ:
আগামী ২৯/০৪/২০২২-পর্যন্ত আবেদন করা যাবে শূন্যপদগুলিতে।

এছাড়াও, আরও বিস্তারিত তথ্য জানার জন্য ইচ্ছুক প্রার্থীরা নিম্নলিখিত লিঙ্কটিতে ক্লিক করতে পারেন।

অফিসিয়াল নোটিশের লিঙ্ক: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/NRS01.pdf

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X