এক বছরেই ধর্মে ফেরানো হয়েছে 25000 জনকে, ষড়যন্ত্র ঠেকাতে নতুন দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : এ বার ধর্মান্তরিতদের সংখ্যা প্রকাশ করলেও বিশ্ব হিন্দু পরিষদ, তাঁদের দাবি এক বছরেই নাকি ঘরে ফেরানো হয়েছে পঁচিশ হাজার জনকে৷ একই সঙ্গে 2018 সালের ঘর ওয়াপসি তুলে ধরেছে বিশ্ব হিন্দু পরিষদ৷ জানা গিয়েছে খ্রিস্টান ধর্ম থেকে এদের হিন্দু ধর্মে স্থানান্তরিত করা হয়েছে৷ নাগপুরের এক সাংবাদিক সম্মেলনে ভিএইচপি র সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দা জানিয়েছেন, সারা বছর ধরেই এ ভাবে দেশে ধর্মান্তরিত করণের প্রক্রিয়া চলতে থাকে৷ চলতি বছরে যদিও এখনও অবধি সংকলন করা হয়নি৷

তবে এখানেই থেমে থাকেননি দেশের সুরক্ষার স্বার্থে দেশের ওপর হামলা প্রতিরোধ করতে ধর্মান্তর রুখতে বিল আনার দাবি জানালেন তিনি, একই সঙ্গে তিনি জানিয়েছেন বিল আনার মধ্য দিয়ে ধর্মান্তর করাটা যাতে কঠিন হয়ে যায় তাঁর দিকেও যাতে নজর রাখা হয়৷ অন্যদিন সাংবাদিকদের সুপ্রিম কোর্ট প্রশ্ন নিয়ে জবাব দিতে গিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর আশাবাদী তিনি জানিয়েছেন তিনি, পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির ছিল তা পুরা তত্ত্বেও রয়েছে তাই এক প্রকার হিন্দুদের দিকেই রায় আসার জন্য আশাবাদী তিনি৷

নাগরিকত্ব বিল প্রসঙ্গে বলতে গিয়ে ভিএইচপি র সাধারণ সম্পাদক মিলিন্দ দেশের হিন্দুদের রক্ষায় তা অত্যন্ত আবশ্যক বলেও জানিয়েছেন৷ আসলে ধর্মান্তকরণ বর্তমানে যে ভাবে ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাতে কার্যত চিন্তায় পড়তে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে৷ তার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্যগুলি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক৷

X