বাংলা হান্ট ডেস্ক : সন্ধেবেলা কাজ সেরেই তড়িঘড়ি রিমোট হাতে টিভির সামনে বসে পড়া আমজনতার একটা অভ্যাস, বিশেষ করে বাড়ির গৃহিণীদের। যদিও অফিস আদালত থেকে ফিরে বাড়ির পুরুষ মানুষরাও এখন সিরিয়াল প্রেমী হয়ে উঠেছেন। তবে বেশি করে বাড়ির গৃহিণীদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম প্রতিদিনের সিরিয়াল। কিন্তু একের পর এক যেভাবে ট্রাইয়ের নির্দেশ অনুসারে সেট টপ বক্স লাগানো কিংবা চ্যানেল ওয়াইজ টাকা দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে তাতে কিছুটা হলেও পছন্দের সিরিয়াল গুলি দেখায় বাধ সেধেছে।
যদিও গ্রাহকদের মনে কিছুতেই কষ্ট দিতে চাই না কোম্পানিগুলি তাই কয়েক দিন আগেই কেবল চ্যানেলের মতো এ বার টাটা স্কাইয়ের দাম কমলও। ডিটিএইচ অপারেটরদের মধ্যে যাঁরা টাটা স্কাই ব্যবহারকারী তাঁদের কাছে এক দারুণ খুশির খবর,এমনিতেই অন্যান্য ডিটিএইচ তুলনায় টাটা স্কাইয়ের জনপ্রিয়তা খুব বেশি।গ্রাহক সংখ্যাও চোখে পড়ার মতো কিন্তু চ্যানেলের দাম বেশি হওয়ার কারণে চাহিদা কমে আসছিল আর তাই গ্রাহকদের কথা মাথায় রেখে কয়েক মাস আগের মতো এবার আবারও চ্যানেলের দাম কমিয়ে নিল
জানা গিয়েছে 26 টি চ্যানেলের দাম কমিয়েছে টাটা স্কাই। যার মধ্যে রয়েছে জি টিভি জি মারাঠি জি বাংলা জি সার্থক জি কানাডা জি তেলেগু জি তামিল এশিয়ানেট এশিয়ানেট মুভিজ ন্যাশনাল জিওগ্রাফিক নাট জিও ওয়ার্ল্ড এ ছাড়াও হাঙ্গামা টিভি এস ই টি সনি এস এ বি কালার্স কালার্স কানাডা ও সনি ম্যাক্স স্টার স্টার জলসা স্টার প্লাস স্টার স্পোর্টস টু স্টার ওর স্ত্রী স্টার বিজয় বিজয় সুপার স্টার স্পোর্টস ওয়ান বাংলা ও স্টার স্পোর্টস ফার্স্ট।
অর্থাত্ এই চ্যানেলগুলোর দাম কমিয়ে দেওয়া হল মানেই এখন থেকে গ্রাহকদের এই চ্যানেলের গুলি বাবদ দিতে হবে মাত্র 14.16 টাকা।