উত্তর প্রদেশের সংশোধনাগারে একসঙ্গে ২৬ জন বন্দি HIV পজিটিভ, মথায় হাত প্রশাসনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর ঘটনা। উত্তরপ্রদেশের (UP) বরাবাঁকি সংশোধনাগারে মোট ২৬ জন কয়েদির এইচআইভি (HIV) রিপোর্ট পজিটিভ এসেছে। যা দেখে মাথায় হাত পড়ছে সংশোধনাগার কর্তৃপক্ষের। সরকারি ভাবে এই তথ্য সামনে আনা হয় সোমবার।

সংশোধন লাগার সূত্রে জানা যাচ্ছে, কয়েদিদের এইচআইভি পরিক্ষা করা হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। ১০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনাগারের মধ্যে ক্যাম্প বসিয়ে এই পরিক্ষা করা হয় বলে জানা যাচ্ছে। সংশোধনাগারের জেলার অশোক শুক্লা জানান, ওই ২৬ জনের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই লক্ষ্ণৌ-এর রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বরাবাঁকির স্বাস্থ্য আধিকারিক ডা. অবধেশ যাদব বলেন, ‘ওই সংশোধনাগারে ৩৩০০ কয়েদি রয়েছে। স্বাস্থ্য দফতর চেষ্টা করছে প্রত্যেকেরই যাতে এইচআইভি পরিক্ষা করা যায়।’

তবে এই প্রথম নয়। এর আগেও ঘটেছে এমন ঘটনা। কয়েক মাস আগে উত্তরপ্রদেশের সাহারানপুর জেলা কারাগারে বন্দিদের জন্য স্বাস্থ্য বিভাগ একটি চেক-আপ শিবিরের আয়োজন করে। সেই রিপোর্ট এলেই নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ ও কারা প্রশাসন। রিপোর্টে বলা হয়, জেলের এক মহিলা সহ মোট ২৪জন বন্দি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্ত শিবিরের রিপোর্ট সরকারের কাছে পাঠায় সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ। কারাগারের ডাঃ প্রবীণ কুমার জানান, জেলা কারাগারে কয়েকজন বন্দির মুক্তি ও কয়েকজনের রিপোর্ট নেগেটিভ আসার পর বর্তমানে ১৯ জন পুরুষ ও একজন নারী বন্দি এইচআইভি পজিটিভ হয়েছেন। জেলা কারাগারে এত কয়েদির এইচআইভি পজিটিভ পাওয়া যাওয়ায় জেলা প্রশাসনও বিপদে পড়েছে। এই সমস্ত বন্দীদের চিকিৎসা অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি শুরু হয় জেলা স্বাস্থ্য বিভাগ  দিয়ে। সাহারানপুর জেলা কারাগারে বর্তমানে মোট ২,১৫০ জন বন্দী রয়েছে। এই ঘটনাই আবার ঘটল বরাবাঁকি সংশোধনাগারেও।

সম্পর্কিত খবর

X