বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় (India) নৌসেনায় এবার যুক্ত হতে চলেছে আরো নতুন যুদ্ধবিমান। ফ্রান্স থেকে আসতে চলেছে ২৬ টি ‘রাফাল মেরিন’ বা রাফাল এম। যুদ্ধবিমানের চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অন্তিম পর্যায়ে রয়েছে বলে খবর। সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় (India) নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।
রাফাল এম নিয়ে চূড়ান্ত হবে ভারতের (India) চুক্তি
সোমবার বার্ষিক নৌসেনা দিবস। এদিন একটি সাংবাদিক বৈঠকে নৌসেনা প্রধান বলেন, ফ্রান্সের রাফাল এম সংক্রান্ত আলোচনা রয়েছে অন্তিম পর্যায়ে। শুধু নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির কাছে নিয়ে যাওয়ার অপেক্ষা মাত্র। তিনি আরো জানান, আলোচনা শেষে যুদ্ধবিমানগুলির চূড়ান্ত দামও কম করা গিয়েছে। সব ঠিক থাকলে আগামী মাসেই চুক্তি চূড়ান্ত হতে পারে। তবে যেহেতু দুই দেশের মধ্যে চুক্তি, তাই রফা হতে বেশি সময় লাগবে না বলেই আশাবাদী দীনেশ ত্রিপাঠি।
পরিকাঠামোয় আসছে কিছু বদল: ২০১৬ সালে ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছিল ভারতে (India)। এবার নৌসেনার হাতেও ২৬ টি যুদ্ধবিমান আসতে চলেছে। তাহলে জলপথে ভারতের (India) শক্তি আরো বৃদ্ধি পাবে। জানা যাচ্ছে, ক্যাটোবার প্রযুক্তির ফলে বিমানবাহী যুদ্ধজাহাজ থেকেই রাফাল মেরিনের উড়ান এবং অবতরণ করা যাবে। এবার অবশ্য রাফাল এম গুলির পরিকাঠামোয় কিছু পরিবর্তনের অনুরোধ রেখেছে ভারতীয় নৌসেনা। কী কী বদলের অনুরোধ করা হয়েছে?
আরো পড়ুন : বাংলাদেশে আর শোনা যাবে না ‘জয় বাংলা’ স্লোগান! হাসিনাকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লাগল ইউনূস সরকার
গত মাসেই হয় ফ্রান্স সফর: জানা যাচ্ছে, জেটগুলিতে উৎকৃষ্ট রাডার লাগানোর পাশাপাশি কিছু দেশীয় প্রযুক্তি যুক্ত করার কথা বলা হয়েছে। এই দেশীয় অস্ত্রগুলির মধ্যে রয়েছে অ্যান্টি রেডিয়েশন মিসাই রুদ্রম এবং বেয়ন্ড ভিস্যুয়াল রেঞ্জ মিসাইল অস্ত্র। উল্লেখ্য, গত মাসে ফ্রান্স সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তখনই রাফাল এম কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে খবর।
আরো পড়ুন : ট্রেনিং শেষ করেও যোগ দেওয়া হল না চাকরিতে! ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু IPS আধিকারিকের
তবে রাফাল এম যুদ্ধবিমান ছাড়াও স্করপিয়ন শ্রেণির যুদ্ধজাহাজ এবং মহাকাশ গবেষণা নিয়েও ফ্রান্সের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি ভারতীয় (India) নৌসেনার জন্য দেশীয় প্রযুক্তিতেও ৬২ টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরি করা হচ্ছে বলে খবর।