বাংলা হান্ট ডেস্ক: মন্ত্রীর একমাত্র ছেলের বিয়ে বলে কথা! স্বাভাবিকভাবেই রাজকীয় আয়োজন তো হবেই। তবে, সেই আয়োজনের সাথে সাথেই ঘটল এক নজিরবিহীন কান্ডও। জানা গিয়েছে, ওই বিয়ে উপলক্ষ্যে বন্ধ রাখা হল ২৬৫ টি স্কুল। শুধু তাই নয়, মন্ত্রীর ছেলেকে উপহার দিতে স্কুলের শিক্ষকদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে। আর এই অবাক করা ঘটনাই এবার ঘটেছে বাংলাদেশে (Bangladesh)।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বাংলাদেশর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মহম্মদ জাকির হোসেনের একমাত্র ছেলে সাফায়েত বিন জাকির সৌরভের বিবাহে রাজকীয় আয়োজন করা হয়। এর পাশাপাশি, শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায় করে সেই টাকায় মন্ত্রীর ছেলের বৌভাতের অনুষ্ঠানে সোনার আংটি সহ ওয়াশিং মেশিন ও রেফ্রিজারেটরের মত দামি উপহার দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গত রবিবার কুড়িগ্রামের তিনটি উপজেলার মোট ২৬৫ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে বৌভাতের অনুষ্ঠানে অংশ নেন শিক্ষকরা। আর সেখানেই তুলে দেওয়া হয় ওই উপহারগুলি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলিকে ছুটি দিয়ে সংশ্লিষ্ট শিক্ষকেরা রৌমারী শহরে প্রতিমন্ত্রীর বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে যান।
এমতাবস্থায়, ওই দিন প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে এই ছুটি দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা অধিকারিকরা। এদিকে, প্রতিমন্ত্রীর ছেলের বৌভাত অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে বলেও জানা যায়। শুধু তাই নয়, ওই এলাহি আয়োজনে ১৫ টি গরু, ৭ টি খাসি ও মুরগির মাংসের ব্যবস্থা থাকলেও অনেকেই আবার ভাত না খেয়ে শুধুমাত্র রুটি-চা খেয়ে ফেরত এসেছেন বলে খবর মিলেছে।
এই প্রসঙ্গে চিলমারী উপজেলার অস্টমীরচর ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, তিনটি উপজেলার শিক্ষক সংখ্যা ১ হাজারেরও বেশি। সব মিলিয়ে ওইদিন প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে। অনেকেই আবার দাঁড়িয়ে খাবার গ্রহণ করেন। এমনকি, কেউ কেউ বসার জায়গা না পেয়ে বাজারে রুটি-কলা খেয়েও বাড়ি ফিরে যান। পাশাপাশি বউভাত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে তিনটি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।