অদ্ভুত রেকর্ড! ছোট চারচাকা গাড়িতে সওয়ার হলেন ২৭ জন, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই রাস্তায় বাড়ছে ছোট ছোট প্রাইভেট কারের সংখ্যা। যেগুলিতে চালক সহ মোট পাঁচজন বসতে পারেন। যদিও, গাড়ির আকার বড় হলে যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়। কিন্তু, এবার এক ছোট গাড়িতেই একইসাথে ২৭ জন যাত্রীর সওয়ার হওয়ার দৃশ্য সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে। প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এই অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। পাশাপাশি, সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে।

সর্বোপরি, নজিরবিহীন এই কর্মকান্ড নথিভুক্ত হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness World Record) মধ্যেও। মূলত, গিনেস কর্তৃপক্ষের তরফেই একটি ছোট গাড়িতে ২৭ জন ওঠার ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। জানা গিয়েছে, এই কাজের জন্য একটি ছোট মিনি কুপার (Mini Cooper) গাড়িকে বেছে নেওয়া হয়েছিল। যেখানে একইসাথে ২৭ জন সওয়ার হয়ে যান।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেকর্ডটি বেশ কয়েক বছর আগে অর্থাৎ ২০১৪ সালের ৬ সেপ্টেম্বরে ব্রিটেনে নথিভুক্ত হয়। যেটির জন্য বিশেষ ভাবে তৈরি করা হয় ওই মিনি কুপারটিকে। পাশাপাশি, ব্যবহার করা হয় কাস্টোমাইজ সিটেরও। আর তার ওপর ভর করেই একইসাথে ২৭ জন নানান কায়দায় গাড়িটির ভেতরে প্রবেশ করতে থাকেন। যা ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

কি দেখা গিয়েছে ভিডিওটিতে: ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একে একে ২৭ জন তরুণী একটি সাদা মিনি কুপার গাড়িতে নির্দিষ্টভাবে সওয়ার হতে থাকেন। একে অপরের সাথে সামঞ্জস্য রেখে কোলে-পিঠে-কাঁধে ভর রেখে চেপে বসেন তাঁরা। এইভাবেই ২৭ জন উঠে পড়েন ছোট্ট ওই গাড়িটিতে। এমতাবস্থায়, এই বিরল রেকর্ডের জন্য চিনা তরুণী শিয়া লি ও তাঁর দল মিনি চায়নার সদস্যদের হাতে তুলে দেওয়া হয় গিনেস সম্মান স্মারক।

এদিকে, এই ভিডিওটি নেটমাধ্যমে আসার সাথে সাথেই তা তুমুলগতিতে ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যাও। সর্বোপরি, এহেন চমকপ্রদ ভিডিওর পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এছাড়াও, মিনি কুপারটিতে একইসাথে ২৭ জন সওয়ার হওয়ার ঘটনাটি যে আদৌ সহজ কাজ নয়, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর