এবার শিকার খোদ শাসক, হামলায় মৃত্যু ২৮ তালিবানির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার হওয়ায় জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আর এরই মধ্যে শোনা যাচ্ছে যে, কাবুল এয়ারপোর্ট ব্লাস্টে তালিবানের ২৮ জন সদস্যও মারা গিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স এই কথা জানিয়েছে। তালিবানও এই খবরের সত্যতা স্বীকার করেছে। রিপোর্টে বলা হয়েছে যে, তালিবানিরা কাবুল এয়ারপোর্টের বাইরে মোতায়েন ছিল। তালিবান দাবি করেছে যে, এই হামলায় আমেরিকার থেকে বেশি মানুষ তাঁরা হারিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন জানিয়েছে, ‘বৃহস্পতিবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে প্রথম ব্লাস্ট হয়। এরপর এয়ারপোর্টের পাশে বৈরত হোটেলের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়। সেখানে ব্রিটেনের জওয়ানরা ছিল। এয়ারপোর্টের বাইরে তিন সন্দেহভাজনকে দেখা যায়। তাঁদের মধ্যে দুজন আত্মঘাতী হামলাকারী ছিল। আর তৃতীয়জন বন্দুক নিয়ে এসেছিল। হামলার পর বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়া হয়।”

মার্কিন সেন্ট্রাল কমান্ডের জেনারেল ম্যাকেঞ্জি বলেন, ‘আপাতত ৫ হাজার মানুষ কাবুল এয়ারপোর্টে বিমানের অপেক্ষায় রয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার জন মার্কিন নাগরিক। ১৪ আগস্ট থেকে এখনও পর্যন্ত আমরা এক লক্ষ চার হাজার সাধারণ মানুষকে উদ্ধার করেছি। এদের মধ্যে ৬৬ হাজার মার্কিন নাগরিক আর ৩৭ হাজার আমাদের সহযোগী দেশের নাগরিক রয়েছে।”

এই ঘটনার পর আফগানিস্তানের কার্যবাহ রাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহ বলেছেন, তালিবান আইএসআইএসের সঙ্গে তাঁদের সম্পর্ক লুকিয়ে রাখতে পারবে না। সালেহ টুইট করে বলেছেন, তালিবান ISIS-র সঙ্গে নিজেদের সম্পর্ককে অস্বীকার করতে পারে না। পাকিস্তানি জঙ্গি সংগঠন যেমন কোয়েটা নিয়ে দাবি করে, এটা ঠিক তেমনই। আমাদের কাছে থাকা সমস্ত প্রমাণ এটাই বলছে যে, আইসিস-র মূলে তালিবান আর হক্কানি নেটওয়ার্ক রয়েছে, ওঁরা কাবুলে চরম সক্রিয়।

X