বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ, শনিবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। মোহালিতে খেলা প্রথম টেস্টে ভারত সফরকারী দলকে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল ভারত। এখন ভারতীয় দলের চোখ টেস্টেও ক্লিন সুইপ করার দিকে। ভারতীয় দল যদি শেষপর্যন্ত যদি এটি করতে সক্ষম হয়, তবে ভারতের ৯০ বছরের ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একটি নতুন রেকর্ড যুক্ত হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে টানা ১১টি ম্যাচ জয়ের দিকে রেকর্ড গড়ে ফেলবে ভারতীয় দলের। চলতি বছরের ২৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় ওডিআই ম্যাচ হারার পর থেকে তারা টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। প্রথমে তিনটি ওয়ানবডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারায় রোহিত শর্মার দল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ জেতে তারা। ভারতীয় দল চলতি টেস্ট জিতলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এটি হবে তাদের টানা ১১টি ম্যাচ জয়।
এ ছাড়া টানা দ্বিতীয়বার মতো যেকোনো ফরম্যাটে মিলিয়ে একটি দলের বিরুদ্ধে টানা দুটি সিরিজ জয়ের দিকে চোখ থাকবে ভারতীয় দলের। ভারতীয় দল ইন্ডিয়া তার ৯০ বছরের ক্রিকেট ইতিহাসে পরপর দুই বা ততোধিক ফর্ম্যাটের সিরিজে দুটি দলের বিরুদ্ধে সব ম্যাচ জিতে সিরিজ জিততে সফল হয়নি।
এই মুহূর্তে প্রথমে ব্যাট করতে নেমে একটু বেকায়দায় রয়েছে ভারত। প্রতিবেদনটি লেখার সময় ২৪২ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছে তারা। শ্রেয়স আইয়ার অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন এখনও। অতিরিক্ত আগ্রাসী খেলা খেলতে গিয়ে ৩৯ রানে আউট হয়েছেন পন্থ। বাকি কেউই বলার মতো কিছু করতে পারেননি।