বাংলা হান্ট ডেস্ক: যতই মেঘ রোদ্দুর উকি ঝুঁকি খেলুক, যতই মেঘলা আকাশ ঝরাক বরিষ ধারা। কিন্তু তাও, বাঙালির কাছে একটাই সত্যি এখন, পুজো আসছে। আর মাত্র কয়েক দিন। তারপরই বেজে উঠবে ঢাকের বাদ্যি। তাল মেলাতে তৈরি বাঙালিও। রাস্তার মোড়ে মোড়ে সেজে উঠছে মণ্ডপ, শহর কলকাতা মুড়ে যাচ্ছে আলোর রোশনাই তে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চলছে চূড়ান্ত ব্যস্ততা। থিম পুজোর উদ্যোক্তা থেকে শিল্পীরা শেষ মুহূর্তের ব্যস্ততায় মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলছে তাদের অভাবনীয় সব ভাবনা। এই সকল তোড়জোড় এর কারণ, উমা আসছে ঘরে, সাথেই আসছে উমা শারদ সন্মান ২০১৯। তারা বেছে নেবে এইসকল ভাবনা গুলির মধ্যে শ্রেষ্ঠ ভাবনাটি কে।
সল্টলেকে সমতা কো অপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক অ্যান্ড লিমিটেড এর হেড অফিসে গত ২১শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গেলো উমা সন্মান ২০১৯ এর দ্বিতীয় প্রেস কনফোরেশন্স। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতা কো অপারেটিভ এর সিনিওর ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য্য, সুমিত মণ্ডল ও তরুণ বিশ্বাস। ওখানে উপস্থিত ছিলেন কে. কে. চ্যাটার্জী, সমিত দাশগুপ্ত, ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজাস গান্ধী, ছিলেন আশীষ সিংহ রায় এবং উমা সন্মানের ফাউন্ডার রাজর্ষি দাস। এই অনুষ্ঠানে ছিলো সল্টলেক ও সল্টলেক সংলগ্ন কাকুরগাছি, উল্টোদাঙা, বাগুইআটি, কেষ্টপুর, এয়ারপোর্টের অনেক দূর্গা পূজা কমিটি মেম্বার।এইখানে ঠিক করা হয়, কিভাবে বিচার করে নাওয়া হবে এই পুজো মণ্ডপ গুলিকে, ও আগামী সেমি ফাইনাল রাউন্ড, ফাইনাল রাউন্ড এবং পুরস্কার বিতরণী কবে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।এইদিন ই প্রকাশিত হয় উমা শারদ সন্মান ২০১৯ এর অফিশিয়াল টি শার্ট ও। সুতরাং বোঝাই যাচ্ছে, তৈরি উমা, তৈরি উমা শারদ সন্মান ও সেরার সেরা কে বেছে নিতে।এবার দেখার কারা এই হাড্ডাহাড্ডি লড়াই তে কেরে নেয় সেরার শিরোপা।