ঋদ্ধিকে সরিয়ে ঘোষিত হয়ে গেল দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ, দলে চারটি পরিবর্তন

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে চার ম্যাচের বর্ডার- গাভাস্কার (Border- gavaskar) টেস্ট সিরিজ। ইতিমধ্যেই এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হয়ে গিয়েছে। আর প্রথম ম্যাচের লজ্জার হার হারতে হয়েছে ভারতকে। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। যা ভারতের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ড এবং এটি বেশ লজ্জাজনক রেকর্ড।

কাল থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই প্রথম টেস্ট ম্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, এছাড়াও প্রথম টেস্ট ম্যাচে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসার মহম্মদ সামি। আর তাই দ্বিতীয় ম্যাচে এই দুজনেই খেলতে পারবেন না। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টেস্ট জার্সিতে অভিষেক ঘটতে চলেছে দুই ক্রিকেটারের তারা হলেন শুভমান গিল এবং মহম্মদ সিরাজ। এছাড়া দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা তার পরিবর্তে দলে এসেছেন ঋষভ পন্থ। যদিও দ্বিতীয় টেস্ট ম্যাচেও সুযোগ হয়নি কে এল রাহুলের।

এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশ:
মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারি, ঋষভ পন্থ (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর