দাম মাত্র এত টাকা! ভারতের বাজারে জলের দরে 5G স্মার্টফোন আনছে Qualcomm

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের একাধিক বড় টেক কোম্পানির নজর রয়েছে ভারতীয় বাজারের দিকে। শুধু তাই নয়, তারা ইতিমধ্যেই ভারতীয় বাজারকে লক্ষ্য রেখে বিভিন্ন বড় পদক্ষেপ গ্রহণ করছে। এর পাশাপাশি সময়ের সাথে পাল্লা দিয়ে জোর দেওয়া হচ্ছে AI (Artificial Intelligence)-এর ওপরেও। এমতাবস্থায়, একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত সম্প্রতি কোয়ালকম ইন্ডিয়ার (Qualcomm India) প্রেসিডেন্ট স্যাভি সোইন বলেছেন যে, হাইব্রিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সংক্রান্ত উদ্ভাবনের জন্য ভারতের কাছে দারুণ সুযোগ রয়েছে। এছাড়াও, ভারতের জন্য কোম্পানির চলমান ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি।

এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি: ক্যালিফোর্নিয়ার এই চিপ ডিজাইনার এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন আনার বিষয়টি সহজ করে তুলতে ইতিমধ্যেই ভারতে OEM এবং অপারেটরদের সাথে কাজ করছে। এই প্রসঙ্গে সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারত এমন একটি জায়গা যেখানে প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন দেখা যায়। সংস্থাটি বলেছে যে, তারা কেবল ভারতীয় বাজার নয়, বরং রপ্তানির জন্যও সুযোগ খুঁজছে।

Qualcomm is preparing to bring cheap 5G smartphones in India.

১০০ ডলারের কম হবে দাম: উল্লেখ্য যে, ওই কোম্পানি একটি নতুন চিপসেট তৈরি করছে। যেটি ১০০ ডলারের (প্রায় ৮,০০০ টাকা) কম দামে 5G স্মার্টফোন লঞ্চ করতে সক্ষম হবে। কোয়ালকম এন্ট্রি-লেভেল 5G স্মার্টফোন আনতে সাহায্য করার জন্য ভারতের সমস্ত অপারেটরের সাথে কাজ করছে এবং তারা এটা বিশ্বাস করে যে এই ধরণের প্রযুক্তি জনগণের জন্য উপলব্ধ হওয়া উচিত।

আরও পড়ুন: রিঙ্কুর জেদের কাছে পরাজিত বিরাট! কোহলির কাছ থেকে ব্যাট নিয়েই ছাড়লেন KKR তারকা, ভাইরাল ভিডিও

Reliance Jio-র সঙ্গে পুরনো সম্পর্ক: উল্লেখ্য যে, Reliance Jio-কে কোয়ালকমের কৌশলগত অংশীদার হিসাবে বর্ণনা করে সোইন বলেন, “আমরা তাদের সাথে ফিক্সড ওয়্যারলেস এবং তাদের প্রাথমিক 4G ডিভাইসে কাজ করছি।” তিনি আরও জানান, “আমরা Jio-র সাথে একাধিক উদ্যোগ নিচ্ছি। তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।”

আরও পড়ুন: সস্তার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে ভারতীয় পাসপোর্ট, সবথেকে দামি কে? নাম জানলে হয়ে যাবেন “থ”

কোয়ালকমের ভারতীয় সফর: জানিয়ে রাখি যে, কোয়ালকম ভারতে প্রথম অফিস শুরু করে ১৯৯৬ সালে দিল্লিতে। বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে তাঁদের ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট সেন্টার ২০০৪ সালে খোলা হয়েছিল। দেশে এই কোম্পানির ইঞ্জিনিয়ারিং উপস্থিতি এখন বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, নয়ডা সহ গুরুগ্রাম এবং মুম্বাইতে কার্যালয়ের মাধ্যমে প্রসারিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর