মিলল না আমেঠির টিকিট, জামাইবাবুতে আস্থা নেই রাহুলের? ফেসবুকে বিস্ফোরক রবার্ট বঢরা

বাংলা হান্ট ডেস্ক : বারাণসীর মতই দেশের আরও দুটি হাই ভোল্টেজ আসন হল আমেঠি এবং রায়বেরেলী। দিনকয়েক আগেই এই দুই আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। জানা গেছে, রাহুলের গড় আমেঠিতে গত লোকসভায় স্মৃতি ইরানির কাছে হারের পর এবার রায়বেরেলী থেকে লড়বেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। অন্যদিকে আমেঠি থেকে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেস ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মাকে।

বিগত কয়েকদিন ধরেই এইসব নিয়ে চর্চা ছিল তুঙ্গে। আর এবার এসবের মাঝেই জল্পনায় ঘৃতাহুতি করেছে রবার্ট বঢরার (Robert Vadra) একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সম্প্রতি ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন। এখানে বলে রাখি, কানাঘুষা খবর ছিল, আমেঠি থেকে নির্বাচন লড়তে ইচ্ছুক রবার্ট বঢরা। তবে সেই আসন দেওয়া হয়েছে কিশোরী লাল শর্মাকে।

স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর জোরদার সমালোচনা শুরু হয়েছিল নেট মাধ্যমে। ইতিপূর্বেই জল্পনা ছিল যে, আমেঠি থেকে টিকিট দেওয়া হতে পারে ভাদ্রাকে। যে কারণে কংগ্রেসের এই সিদ্ধান্ত খানিক অবাকই করেছিল রাজনৈতিক কারবারিদের। কটূক্তি এসেছিল বিজেপির তরফ থেকেও। অনেকেই বলেছিলেন, কংগ্রেস বঢরা পরিবারকে দূরে সরিয়ে দিচ্ছে।

আরও পড়ুন:স্থগিত একাদশ শ্রেণীর ভর্তি! শিক্ষকের অভাবে বন্ধের মুখে বাংলার আরেকটি স্কুল, শোরগোল তুঙ্গে

এইদিন এইসব জল্পনার মাঝেই সামনে এল রবার্ট বঢরার পোস্ট। একটি ফেসবুক পোস্টে ভাদ্রা লিখেছেন, ‘কোন রাজনৈতিক ক্ষমতা বা অবস্থান আমাদের পরিবারের মধ্যে আসতে পারে না। আমরা সকলেই আমাদের মহান জাতির জনগণ ও জনগণের উন্নতির জন্য সর্বদা কাজ করব, করব এবং চালিয়ে যাব। আপনার সমর্থন এবং শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সর্বদা আমার জনসেবার মাধ্যমে যতটা সম্ভব মানুষকে সাহায্য করব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর