দেশকে গদ্দারো কো গোলি মারো- শ্লোগান দেওয়া বাংলায় গ্রেফতার ৩ বিজেপিকর্মী

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার শহরে এসেছিলেন অমিত শাহ (Amit Shah)। সিএএ (CAA) নিয়ে প্রচার করার জন্য শহিদ মিনার চত্বরে সভা করেছিলে তিনি। বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি (BJP) অনুরাগী মানুষেরা এসে উপস্থিত হয়েছিলেন এই সভায়। তারই মাঝে কিছু বিজেপি কর্মীর মুখে ধবনিত হল ‘গোলি মারো’ স্লোগান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার গভীর রাতে তাদের নিউ মার্কেট থানার পুলিশ গ্রেপ্তার করে।

thequint 2020 03 8c2971e0 3ad3 41aa 8068 c18e519a2fb7 AmitShah

সিএএ বিষয়ে বিরোধীদের ভ্রান্ত ধারণাকে দূর করতে রবিবার কলকাতার (Kolkata) শহিদ মিনার চত্বরে সভা করেন অমিত শাহ। স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির এই মহান ব্যক্তিত্বের বক্তব্য শুনতে এদিন সকাল থেকেই এই সভায় যোগ দিয়েছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। হঠাৎ করে এই সভায় যোগদানের সময় রাস্তায় কিছু বিজেপি সদস্যের মুখে শোনা যায় ‘গোলি মারো’ স্লোগান। আর এই শ্লোগান শোনা যেতেই শুরু হয়ে যায় বিতর্ক।

তৃণমূলের (TMC) নেতারা বিজেপির সদস্যদের দিরুদ্ধে অভিযোগ তোলে। পুলিশের ভূমিকা নিয়েও উঠতে থাকে নানান প্রশ্ন। এরপর রাতের দিকেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ এবং শহর জুড়ে ধরপাকড় শুরু করে দেয়। ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল যে জায়গায় সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সুরেন্দ্র কুমার প্রসাদ, ধ্রুব বসু ও পঙ্কজ প্রসাদক নামে তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ১৫৩এ/৫০৫/৫০৬/৩৪ ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

‘দেশ কে গদ্দারো কো গোলি মারো সালো কো’- এর অর্থ দেশদ্রোহীদের গুলি মারো। এই শ্লোগানের ভিত্তিতেই বিজেপি সদস্যরা ‘গোলি মারো’ স্লোগান দেয়। কিন্তু এর উল্টো ব্যাখ্যা করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং বাকী অভিযিক্তদের পুলিশ খুঁজচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর