মুখ লুকালেন বুদ্ধিজীবীরা,৩ খান ও বলিউড ভরসা রাখলেন মোদির উপর!

 

বাংলা হান্ট ডেস্ক : এত শুধু কবির বাণী নয়। এই হল আধুনিক যুগের বাস্তব সত্যরূপ। বিজ্ঞাপনের গোলক ধাঁধায় পড়ে আমরা এখন দিশেহারা। তবে এই বিজ্ঞাপনের কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউডের সুপারস্টার মেগাস্টার। কোন দিকে যাব কোনটা আসল প্রশ্নের উত্তর কে দেবে? তুমি বলিউডের সুপারস্টার রাই বর্তমানকালের কাছে একটা রোল মডেল। তা বলাই বাহুল্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে শাহরুখ বলেন, “আমরা সবাই জানি আমাদের পরিষ্কার থাকতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি নতুন করে সেই আইডিয়াকে নিয়ে আসেন স্বচ্ছ অভিযানের মাধ্যমে। আমরা সবাই জানি, এর ফলে আরও সচেতনতা তৈরি হয়েছে।

আমি সত্যিই বিশ্বাস করি গান্ধীজিকে রি-লোড করা দরকার। পৃথিবী বদলাচ্ছে, তাই আমাদের দরকার গান্ধীজি ২.০ (প্রামাণ্যচিত্র)। আপনারা সবই ডিজিটালাইজড করেছেন।”‘

IMG 20191022 123245 1

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় চলচ্চিত্র জগৎকে’ অভিনন্দন জানান মোদি। বলিউডের সাথে মোদির যে বরাবরই একটা সম্পর্ক ভালো ছিল তা প্রমাণ করেন। বাণিজ্য সংস্থা গুলো ফুলেফেঁপে উঠেছে বলিউড কে কেন্দ্র করে এবং তার নিরিখে কেন্দ্রের বাণিজ্যনীতি একটা বড় ভূমিকা রয়েছে তা অপ্রকাশিত হলেও গ্রহণযোগ্য। বলিউডের সুপারস্টার রা যেভাবে মোদিকে ঘিরে সেলফি তুলেছে এবং তার পাশে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য রেখেছেন তা কিন্তু মোদির পাল্ল ভাড়ি করল বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা

উল্লেখ্য, শাহরুখ খান ছাড়া অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন আমির খান, কঙ্গনা রানাওয়াত, জ্যাকলিন ফার্নান্ডেজ, বনি কাপুর সহ বলিউডের তারকা ব্যক্তিত্বরা।

সম্পর্কিত খবর