মাঠের মতোই খাটেও ছক্কা মারতে পারদর্শী এই ৩ ক্রিকেটার! পরিচয় জানলে হবেন অবাক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটের জগতে অনেক ক্রিকেটার আছেন যাদের জীবনটা অত্যন্ত রঙিন। সাদাসিধে, ঘরের ছেলে মার্কা জীবন যাপন তারা করে থাকেন না। মাঠে ব্যাট হাতে তারা যতটা স্বাচ্ছন্দ‍্য বোধ করেন, ঠিক ততটাই তারা উপভোগ করেন নারী সঙ্গ। কেউ কেউ আছেন যে এই ব্যাপারটা নিয়ে কোন লুকোচুরিও করেন না, আবার কেউ কেউ চেষ্টা করেন তার জীবন সম্পর্কিত এই ঘটনাগুলো যেন গোপনই থাকে।

এমনই তিন তারকা ক্রিকেটারকে নিয়ে আমরা আজ আলোচনা করব যারা জার্সি চাপিয়ে মাঠে নামার সময় বিপক্ষের ত্রাস, কিন্তু তাদের নৈশ জীবন অত্যন্ত বেশি আলোচিত এবং সারা বিশ্বের ট্যাবলয়েড গুলির কাছে আকর্ষণীয় বিষয়…..

১. কেভিন পিটারসেন: জন্ম সূত্রে দক্ষিণ আফ্রিকান এই ব্রিটিশ তারকা ওডিআই ও টেস্ট ফরম্যাটে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজে হারানো ইংল্যান্ড টেস্ট দলের অংশ ছিলেন তিনি। কিন্তু খুব অল্প সময়ের জন্য প্লেবয় মডেল ভানেসা নিম্মোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। যদিও পরবর্তীকালে তার সঙ্গে আর কোনওরকম যোগাযোগ রাখতে চাননি এই ব্রিটিশ ক্রিকেটার। সেই রাগে এই মডেল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে পিটারসনের বিছানার পারফরম্যান্স মোটেই ছক্কা মারার মত নয়।

২. ক্রিস গেইল: আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটারদের মধ্যে একজন। মাঠে যতটা ধ্বংসাত্মক মাঠের বাইরে তার জীবন ততটাই রঙিন। ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে শ্রীলঙ্কার হোটেল রুমে তাকে পাওয়া গিয়েছিল তিনজন নারীর সঙ্গে। এছাড়া দুই বার সাক্ষাতকার দিতে গিয়ে মহিলা জার্নালিস্টদের এমন কিছু কথা বলেছিলেন তিনি যার জন্য তার সমালোচনা হয়েছিলও প্রচুর। তা সত্ত্বেও ক্রিস গেইল একই রকম মনোভাবাপন্ন রয়েছেন সেটা টের পাওয়া যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ছবিগুলোতে একটু চোখ বোলালেই।

৩. শাহিদ আফ্রিদি: পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডারদের মধ্যে একজন একটু যেন বেশি নিজের মহিলা ভক্ত বা দলের মহিলা সাপোর্ট স্টাফদের প্রতি আকৃষ্ট হন। ২০০০ সালে নিজের হোটেল রুমে একাধিক নারীকে একসঙ্গে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন তিনি। যদিও তিনি দাবি করেছিলেন যে তারা শুধুমাত্র তার ভক্ত এবং অটোগ্রাফ নিতে এসেছেন। কিন্তু পিসিবি কড়া শাস্তি দিয়েছিল তাকে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর