বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা এখন অতীত। এবার সময় পরবর্তী সিরিজগুলিতে ভালো পারফরম্যান্স করে ইতিবাচকভাবে এগিয়ে চলার। সেই লক্ষ্যে তাদের প্রথম পদক্ষেপ হলো ক্যারিবিয়ান সফর। সেই সফরের ওডিআই ও টেস্ট সিরিজের দল আজ ঘোষণা করেছে বিসিসিআই। সকলের সুবিধার জন্য সামনে তুলে ধরা হলো।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনদকাট, নভদীপ সাইনি
ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ইশান কিষান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার
এই প্রতিবেদনে আমরা আলোচনা করব তিনজন এমন ক্রিকেটার সম্পর্কে যাদের ওপর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের নেক নজর আছেন তাই তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা এই স্কোয়াডগুলিতে সুযোগ পেয়ে গিয়েছেন।
১. সূর্যকুমার যাদব: একাধিকবার ওডিআই ক্রিকেট দলে সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি নিজের যোগ্যতা প্রমাণ দিতে পারেননি। কিন্তু আইপিএলে ভালো পারফরম্যান্স করায় তাকে ফের একবার ওডিআই দলে ফেরত আনা হয়েছে। মনে করা হচ্ছে যে তাকে বেশি সুযোগ দিতে গিয়ে অন্যান্য যোগ্য ক্রিকেটারদের বঞ্চনার শিকার হতে হচ্ছে।
২. ঈশান কিষান: তার লাল বলের ক্রিকেটে যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু তাও ভারতীয় নির্বাচকরা তাকে পরপর দুটি গুরুত্বপূর্ণ সিরিজের টেস্ট দলে সুযোগ দিলেন। চলতি বছরে তিনি সীমিত ওভারের ক্রিকেটে ও জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভালো পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু তবু তাকে একটানা সুযোগ দিয়ে চলেছে বিসিসিআই।
৩. উমরান মালিক: আইপিএল যদি কারো যোগ্যতা নির্ধারণের মাপকাঠি হয় তাহলে উমরান মালিকের অত্যন্ত খারাপ পারফরম্যান্সের কারণে ভারতীয় দলে আর সুযোগ পাওয়ার কথা নয়। কিন্তু তাও ফের একবার তাকে ওডিআই স্কোয়াডে প্রত্যাবর্তন করানো হয়েছে। অনেকের ধারণা তার চেয়েও যোগ্য বোলার ভারতে আছেন যারা উইকেট তোলার পাশাপাশি রান আটকে রাখার কাজেও দক্ষ। কিন্তু সুযোগের অপেক্ষায় এখনো তারা দেশের জার্সি গায়ে চাপাতে পারেননি।