বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies) ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। বিরাট কোহলি ও রোহিত শর্মাহীন এই ভারতীয় দল যেভাবে দুর্বল এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া একটি দলের বিরুদ্ধে খেলেছে, তারপর তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠা শুরু হয়েছে। হার্দিক পান্ডিয়ার ভারত যে এভাবে হারবে সেটা কেউই কল্পনা করেনি।
আজকের প্রতিবেদনে আমরা এমন তিন তারকার সম্পর্কে আলোচনা করবো যাদের ওডিআই ফরম্যাটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা এতটাই খারাপ ছন্দে রয়েছে যে তাদেরকে আর বয়ে বেড়ানোর কোনও মানে নেই। ব্যাট হাতে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন তারা। যার জন্য ভারত আজ ৪০.৫ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে গিয়েছিল।
● শুভমান গিল: আইপিএলের সামান্য আগে থেকে এবং আইপিএলের পরে আমরা যেন পুরোপুরি এক বদলে যাওয়া শুভমান গিলকে দেখছি। তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া সত্ত্বেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে ক্রমাগত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও ওডিআই সিরিজে তার ব্যাটে রান নেই। কিন্তু এই ওডিআই সিরিজে তাকে এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়েছিল যারা বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি।
● সঞ্জু স্যামসন: তিনি প্রতিভাবান, তার অবিলম্বে ভারতীয় দলের সুযোগ পাওয়া উচিত, এমন দাবি হাওয়ায় ভাসিয়ে দিয়ে মাঝে মাঝেই ক্রিকেটপ্রেমীরা অত্যন্ত উত্তেজিত হয়ে যান। কিন্তু বাস্তবটা হলো সঞ্জু স্যামসন এখনো পুরোপুরি প্রস্তুত নন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। দ্বিতীয় ওডিআই ম্যাচে ক্যারিবিয়ান স্পিনারদের বিরুদ্ধে তিনি যেভাবে নিজের উইকেটটা ছুড়ে এসেছেন তা দেখে অত্যন্ত দুঃখ পেয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।
● সূর্যকুমার যাদব: ব্যর্থতা এবং সূর্যকুমার যেন ওডিআই ফরম্যাটে একে অপরের সমার্থক হয়ে দাঁড়িয়েছেন। প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ওডিআই ম্যাচেও তিনি ব্যর্থ। এরপর আর তাকে কোনভাবেই এই ফরম্যাটের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে জানিয়ে দিচ্ছেন সমর্থকরা।