জম্মু কাশ্মীরের হান্দওয়ারায় আবারও জঙ্গি হামলা! শহীদ তিন ভারতীয় জওয়ান, আহত সাত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে (Jammu & Kashmir) আরও একবার জঙ্গিরা ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা করল। এই হামলায় ভারতীয় সেনার তিন জওয়ান শহীদ হয়েছেন। এছাড়াও সাত জওয়ান আহত হয়েছে। সোমবার হান্দওয়ারার (handwara) বনগাঁম এলাকায় জঙ্গিরা সিআরপিএফ এর দলের উপর আচমকা হামলা চালায়।

এই ঘটনার পর ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু করেছে। এখনো এনকাউন্টার জারি আছে। এর আগে রবিবার উত্তর কাশ্মীরের সীমান্ত জেলা কুপওয়ারা জঙ্গিদের সেনা এনকাউন্টারে সেনার এক কর্নেল আর মেজর সমেত পাঁচ সুরক্ষা কর্মী শহীদ হন।

গতকালের ওই এনকাউন্টারে দুই জঙ্গি নিকেশ হয়। দুই জঙ্গির মধ্যে একজন পাকিস্তানি ছিল। আর সে লস্করের টপ কম্যান্ডারদের মধ্যে একজন।

আধিকারিকদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, গতকাল শহীদ হওয়া জওয়ানদের মধ্যে ২১ রাষ্ট্রীয় রাইফেলস এর সিও কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং আর জম্মু কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর শাকিল কাজি ছিলেন। শহীদ হওয়া সমস্ত জওয়ান সেনার ২১ রাষ্ট্রীয় রাইফেলস এর ছিলেন।

X