এই ৩ তারকা কিংবদন্তি, ক্রিকেটের ইতিহাসে অমর, কিন্তু খেলেননি বিশ্বকাপ! তালিকায় ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপের (World Cup) মঞ্চে মাঠে নামা। বাকি সতীর্থদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলাতে হয়, তখন আবেগে চোখ ভিজে আসে অনেকেরই। কিন্তু ক্রিকেটের ইতিহাসে এমন কিছু তারকাও আছেন যারা দেশের জার্সিতে মহানায়ক হওয়া সত্ত্বেও কোনওদিন বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার সুযোগ পাননি।

এই প্রতিবেদনে আলোচনা করা হবে এমনই ৩ তারকা সম্পর্কে। এই তালিকায় আলোচিত ক্রিকেটারদের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। এমন নয় তিনি ভারতের জার্সিতে সীমিত ওভারের ফরম্যাটে মাঠে নামেননি। কিন্তু ভাগ্যের কারণে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার গৌরব অর্জন করতে পারেননি তিনি।

cook

● অ্যালেস্টার কুক: এই তালিকায় প্রথমেই আসবে ইংল্যান্ডের অন্যতম সেরা অধিনায়ক ও ওপেনার অ্যালেস্টার কুকের নাম। টেস্ট ক্রিকেটে তিনি কত বড় নাম সেটা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। দেশ ও দেশের বাইরেও প্রায় সমান সফল তিনি। অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে জিতেছেন টেস্ট সিরিজ। কিন্তু তার ওডিআই ফরম্যাটের কেরিয়ার কখনোই টেস্ট ফরম‍্যাটের মতো এগোয়নি। ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে তার জায়গা হয়নি ভারতীয় দলে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড তারই নেতৃত্বে মাঠে নামবে এমনটা ঠিক ছিল। কিন্তু অন্তর্বর্তী নানা কারণ জন্য ২০১৪ সালের একদম শেষদিকে অবসর ঘোষণা করেন তিনি। আট বছরের ওডিআই ক্যারিয়ারে ৯২ টি ম্যাচ খেলে পাঁচটি শতরান সহ তিনি করেছেন ৩,০০০-এর বেশি রান।

● ম্যাথু হোগার্ড: ইংল্যান্ডের হয়ে খেলা দ্রুততম পেসারদের একজন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটের কারণে তার কেরিয়ার নষ্ট হয়ে যায়। ম্যাথু হোগার্ড ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ৬৭ টি টেস্ট এবং ২৬ টি ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছেন এবং ২০০৫ সালের অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। টেস্টে তিনি ২৫০-এর কাছাকাছি উইকেট তুলেছিলেন। কিন্তু ওডিআই ফরম্যাটে তিনি মাত্র ৩২ টি উইকেট পেয়েছিলেন।

● ভিভিএস লক্ষ্মণ: ভারতীয় ক্রিকেটের ক্রাইসিস ম্যান বলে পরিচিত তিনি। ভারতীয় টেস্ট দলের অপরিহার্য অঙ্গ ছিলেন তিনি। কিন্তু ওডিআই ফরম্যাটে তিনি বিশেষ ডানা মেলতে পারেননি। দেশের জার্সিতে মাত্র ৮৬টি ওডিআই ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৬ অবধি তিনি ওডিআই দলের অংশ ছিলেন। তার নামের পাশে রয়েছে ৬ টি শতরান। কিন্তু ২০০৩ সালের বিশ্বকাপ দলে সৌরভ গঙ্গোপাধ্যায় তার বদলে নয়ন মোঙ্গিয়া-কে জায়গা দিয়েছিলেন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর