IPL-এর ইতিহাসে সবচেয়ে সফল ৩টি রান চেজ! তালিকার প্রত্যেকটি দলই জিতেছে এই টুর্নামেন্ট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলকে সকলে এই বিশ্বের সেরা টিটোয়েন্টি লিগ বলে মানে। এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াই ধারাবাহিকভাবে বিশ্বের কোনও ক্রিকেট লিগে দেখা যায় না। আজকের এই প্রতিবেদনে আমরা মিলিয়ন ডলার লিগের সবচেয়ে দুর্দান্ত তিনটি রান চেজের বিষয়ে আলোচনা করব এই প্রতিবেদনে।

৩. রাজস্থান রয়্যালস বনাম ডেকান চার্জার্স (২০০৮): আইপিএলের প্রথম মরশুমে গোটা ক্রিকেট বিশ্ব প্রত্যক্ষ করেছিল এই দুর্দান্ত রান চেজ। অ্যান্ড্রু সাইমন্ডসের ৫৩ বলে ১১৭ রানের ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ২১৪ রান তুলেছিল ডেকান চার্জার্স। কিন্তু রান তারা করতে নেমে গ্রেম স্মিথের ৭১, ইউসুফ পাঠানের ৬১ রানের ইনিংসের পাশাপাশি কাইফের ১৬ বলে ৩৪ ও শেন ওয়ার্নের ৯ বলে ২২ রানের ক্যামিওতে ভর করে দুর্দান্ত জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস।

২. মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (২০২১): দু প্লেসিস ও মঈন আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে আইপিএলের ২১৮ রান স্কোরবোর্ডে তুলেছিল চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নেমে একসময় দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ভুল সিদ্ধান্ত নিয়েছেন এমনটা যখন মনে হচ্ছে তখন পোলার্ড মাঠে আসেন এবং ৩৪ বলে ৮৭ রানের অপরাজিত একটি ইনিংস খেলে শেষ বলে মুম্বাইকে জয় এনে দেন।

১. রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস (২০২০): এই বিশেষ ম্যাচের ময়ঙ্ক আগারওয়ালের শতরানে ভর করে নির্ধারিত করি ওভারে ২২৩ রানের স্কোর তুলেছিল পাঞ্জাব। ১০৬ রান করেছিলেন ময়ঙ্ক। স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন অসাধারণ ব্যাটিং করছিলেন। কিন্তু তারা দুজনেই দলকে জয় এনে দিতে পারেননি। স্যামসন আউট হওয়ার পর ২৩ বলে ৬৩ রান বাকি ছিল রাজস্থানের। কিন্তু এরপর এই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করে নায়ক হয়ে ওঠেন রাহুল তেওয়াটিয়া। ১৮ তম ওভারে পাঁচটি ছক্কা মেরে দলকে শেষ তিন বল বাকি থাকতেই জয় এনে দিয়েছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে এটি সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড এখনো পর্যন্ত।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর