বিপাকে রচনা, ভোটের মধ্যেই দিদি নাম্বার ১-র বিরুদ্ধে চরম অভিযোগ! তোলপাড় হুগলি

   

বাংলা হান্ট ডেস্ক: ভোটের প্রচার চলাকালীনই বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No1) তথা হুগলির তৃণমূল প্রার্থী (TMC) রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বিরুদ্ধে উঠলো বিস্ফোরক অভিযোগ। হুগলির বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এদিন রচনার বিরুদ্ধে ভোটের প্রচার চলাকালীন  বিধি  ভঙ্গের অভিযোগ তুলেছেন।

কি করেছেন রচনা? এদিন লকেট চট্টোপাধ্যায়ের দাবি হুগলির মহিলা ভোটারদের প্রভাবিত করার জন্য এই ভোটের প্রচারের সময় হুগলিতেই দিদি নাম্বার ওয়ানের অডিশন এবং শুটিং শুরু করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই অভিযোগ সোজা নাকচ করে দিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা সাফ জানিয়ে দিয়েছেন সমস্ত অভিযোগ নাকি মিথ্যে।

ঘটনা সূত্রপাত হয়, বুধবার হুগলির রবীন্দ্রনগরের দেবীদাসতলার একটি স্টুডিওর সামনে সাধারণ মানুষের ব্যাপক ভিড় দেখে। যদিও প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়ে এদিন তৃণমূল প্রার্থী রচনার সাফাই  ছিল সেখানে নাকি অডিশন নয় বরং শুটিং চলছে দিদি নাম্বার ওয়ান-এর।

Rachna

তবে রচনা বন্দ্যোপাধ্যায় যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন  বিজেপির দাবি দিদি নাম্বার ওয়ানে খেলতে দেওয়ার নাম করে তৃণমূলের হয়ে ভোট চাইছেন রচনা। সেইসাথে এদিন লকেট দাবি করেছেন তাঁর কাছে নাকি এমন কিছু ভিডিও এসেছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানে খেলতে দেওয়ার সুযোগের কথা বলছেন রচনা।

আরও পড়ুন: কেউ হাজারেই খুশি, কারোও চাই লাখ টাকা! ছোট পর্দার জগদ্ধাত্রী থেকে খড়ি, কার বেতন কত জানেন?

Rachna 3

সেই সাথে তাঁর আরও দাবি ভোটের স্বার্থে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষের সাথে নাকি টাই আপ করে মহিলাদের অডিশন নিচ্ছেন রচনা। তাই অবিলম্বে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের এই কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে স্পষ্ট জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। যদিও নিজেদের অবস্থানে অনড় থেকে তৃণমূলের দাবি এই সমস্ত অভিযোগ মিথ্যে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর