১৪ বছর পর ‘থ্রি ইডিয়টস’এর সিক্যুয়েল, অথচ বাদ করিনা-বোমান! প্রকাশ্যেই বিষ্ফোরক ‘ভাইরাস’

বাংলাহান্ট ডেস্ক: ২০০৯ সালে মুক্তি পেয়েছিল পরিচালক রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। আমির খান, আর মাধবন, শরমন যোশী অভিনীত ছবিটি শোরগোল ফেলেছিল বলিউডে। তিনি কলেজপড়ুয়া ‘ইডিয়ট’এর জীবনযুদ্ধে সফল হওয়ার কাহিনি দর্শকদের মুখে হাসি আর চোখে জল এনে দিয়েছিল। সেই ছবির সিক্যুয়েল নাকি তৈরি হতে চলেছে এত বছর পর। কিন্তু এ বিষয়ে কিছু জানেনই না করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) এবং বোমান ইরানি (Boman Irani)।

একাধিক অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হয়েছিল থ্রি ইডিয়টস। আমির, মাধবন এবং শরমন ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বোমান ইরানি এবং করিনা। বিরু সহস্ত্রবুদ্ধে ওরফে ভাইরাস এর ভূমিকায় আজো বোমানের অভিনয় আইকনিক হয়ে রয়েছে। অন্যদিকে করিনাকে দেখা গিয়েছিল ভাইরাসের মেয়ে তথা আমিরের প্রেমিকা হিসাবে। কিন্তু করিনার সাম্প্রতিক পোস্ট থেকে জানা যায়, থ্রি ইডিয়টসের সিক্যুয়েল নিয়ে তাঁর কাছে নাকি কোনো খবরই নেই।

boman irani

এবার বোমানের মুখেও শোনা গেল একই কথা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল তাঁকে। ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘ভাইরাসকে ছাড়া থ্রি ইডিয়টস এর সিক্যুয়েলের কথা তোমরা ভাবতে পারো কীকরে? করিনা আমাকে জানাল বলে আমি জানতে পারলাম। এই বন্ধুত্বের নমুনা!’

ভিডিওতে তাঁকে আরো বলতে শোনা যায়, নিশ্চয়ই জাভেদ জাফরিও এ ব্যাপারে কিছুই জানেন না। কেউ যেন তাঁকেও বিষয়টা জানায়। বোমানকে দেখেই বোঝা গিয়েছে, বেশ রেগে গিয়েছেন তিনি। ভিডিওর কমেন্ট বক্সে শরমন যোশী লিখেছেন, ‘দুঃখিত ভাইরাস, মানে বোমান ইরানি স্যার। আপনি দয়া করে রাগ করবেন না, আমি সবটা বুঝিয়ে বলব। দয়া করে ফোনটা তুলবেন’।

কিছুদিন আগেই করিনা দাবি করেছিলেন, তাঁকে ছাড়াই থ্রি ইডিয়টস সিক্যুয়েল তৈরি হচ্ছে। ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সত্যিই কি থ্রি ইডিয়টস এর সিক্যুয়েল হচ্ছে? আজ্ঞে না, সবটাই প্রচার কৌশল। আমির, শরমন এবং মাধবন তিনজনকেই সম্প্রতি দেখা গিয়েছে এক বিজ্ঞাপনে। ভারতীয় ক্রিকেট দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাঁরা ওই বিজ্ঞাপনে। আর এর জন্যই এত কাণ্ড।

rajkumar hiranis 3 idiots a story based on the education system that changed many perceptions completes a decade 0001

থ্রি ইডিয়টস মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে দীর্ঘ ১৪ বছর! এতদিনে ছবির সিক্যুয়েলের কোনো আভাসই মেলেনি। না আমির, না পরিচালক রাজকুমার হিরানি কেউই এ বিষয়ে টুঁ শব্দটাও করেননি। তবে ছবিটি যে সাফল্য পেয়েছিল তাতে এটা স্পষ্ট যে সিক্যুয়েল আসলে সেটাও হবে সুপারহিট।


Niranjana Nag

সম্পর্কিত খবর