বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচে জয় পেলেও দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক ছিল না। ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ঠিকই, কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেকেই হতাশ করেছিলেন। তার মধ্যে তিন তারকাকে আজকের ম্যাচে হয়তো শেষ সুযোগ দেবে বিসিসিআই (BCCI)। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যদি সেরা পারফরম্যান্স না করতে পারেন তাহলে হয়তো আর ভারতীয় দলে জায়গা হবে না তাদের। একে একে দেখে নেওয়া যাক এই ৩ তারকার পরিচয়।
◆ শুভমান গিল: বছরের শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। কিন্তু আইপিএলের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং আইপিএল শেষ হওয়ার পরে এখনো অবধি ভারত যতগুলো ম্যাচ খেলছে প্রত্যেকটিতেই তিনি ব্যাট হাতে ব্যর্থ। অনেকেই বলছেন এখন যে বছরের শুরুতে দুর্বল শ্রীলঙ্কা এবং তারপর দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে শুভমানের পারফরম্যান্স দেখে অনেকেই ধোঁকা খেয়েছিলেন। দ্রুত ফর্মে না ফেললে বিশ্বকাপের আগে তার জন্য সমস্যা তৈরি হবে। যশস্বী জয়সওয়াল কিন্তু দরজায় কড়া নাড়ছেন।
◆ ঈশান কিষাণ: অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে সিরিজের প্রথম ম্যাচে তিনি হাফ সেঞ্চুরি করেছেন, তাও আজকের এই আলোচনায় তার নাম কেন আসছে। এখন ব্যাপারটা হল এটাই যে এই মুহূর্তে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধুমাত্র একটি অর্ধশতরান নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট নয়। তার কাজ ছিল দুর্বল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ করে আসা। বোকার মতো আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে যে কাজটা আগের দিন তিনি করে আসতে পারেননি। ধারাবাহিকতা দেখাতে না পারলে আর বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে না পারলে তার জায়গাও সুরক্ষিত নয়।
◆ সূর্যকুমার যাদব: ওডিআই ফরম্যাটে অসংখ্য সুযোগ পেয়েও নিজের যোগ্যতা চেনাতে ব্যর্থ হয়েছেন স্কাই। সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচটি হয়তো তার শেষ সুযোগ হতে চলেছে বিশ্বকাপের আগে নিজেদের জন্য একটা কথা বলার জায়গা তৈরি করার। আজও যদি তুমি ব্যর্থ হন তাহলে শুধু এটুকুই বলা যায় যে সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবান ক্রিকেটার বেঞ্চে বসে অপেক্ষা করছেন সুযোগের।