প্রত্যাশা জাগিয়ে উত্থান, কিন্তু ১ বছরের মধ্যেই ভারতীয় দল থেকে হারিয়ে গিয়েছেন এই ৩ তরুণ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ সালে ভারতের (Team India) হয়ে অনেক ক্রিকেটারই ২২ গজে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। ভারতের ক্রিকেট ইতিহাসের রেকর্ড সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। বেশ কিছু তরুণ তারকা নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন নীল জার্সিতে। তাদের মধ্যে কেউ কেউ রয়েছেন যাদেরকে ক্রিকেটপ্রেমীরা ভেবে ফেলেছিলেন ভারতের ভবিষ্যতের তারকা।

কিন্তু এখন দেখা যাচ্ছে যে দলে এসে পারফরম্যান্স করার পরেও ক্রমে ক্রমে তারা হারিয়ে গিয়েছেন ভারতীয় দল থেকে। এমনই দুই ভারতীয় তারকাকে নিয়ে আজকের এই প্রতিবেদন। আশা জাগিয়ে তারা ভারতীয় দলে এসেছিলেন বটে, কিন্তু গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার সুযোগ হয়নি তাদের।

bishnoi

রবি বিশ্নই: লেগ-স্পিনার রবি বিশ্নই ২০২২-এ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে তার আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। এমনকি এশিয়া কাপেও ভারতীয় দলের হয়ে খেলেছেন এই তরুণ লেগস্পিনার। তবে সন্তোষজনক পারফরম্যান্স সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি তিনি। পরবর্তীকালে, ভারতীয় নির্বাচন করা আর তাকে ভবিষ্যতের জন্য বিবেচনা করছেন না।

Venkatesh Iyer 1

ভেঙ্কটেশ আইয়ার: ২০২১ সালেই ইনি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছিলেন এবং ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের অংশ ছিলেন। এই সময় তিনি মাত্র ১৩৩ রান করতে পেরেছেন এবং নিয়েছেন ৫ টি উইকেট। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার পর আস্তে আস্তে এই অলরাউন্ডার নির্বাচকদের নজর থেকে হারিয়ে গিয়েছেন।

1659421405822

আবেশ খান: ইনিও গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন। এরপর এশিয়া কাপ খেলাকালীন অসুস্থ হয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন এবং তার পারফরম্যান্সও খুব একটা ভাল ছিলনা যার জন্য নির্বাচকরা পরবর্তীতে তাকে আর ভারতীয় দলে ফেরানোর কথা ভাবেননি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর