বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্বে ভারতীয় দল (Team India) দুটি বিশ্বকাপ এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জেতা, ভারতকে টেস্ট ক্রিকেটে আইসিসি ক্রমতালিকার শীর্ষে নিয়ে যাওয়া, পাঁচটা আইপিএল ট্রফি জয় ইত্যাদি অনেক কৃতিত্ব রয়েছে তার। সেই কারণে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের বেশিরভাগের চোখের মণি।
তাদের নেতৃত্বে প্রচুর ক্রিকেটের নিজের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। কিন্তু একই সময়ে এমন অনেক ক্রিকেটের রয়েছেন যাদের অভিজ্ঞতা ও প্রতিভা থাকা সত্ত্বেও তারা ভারতীয় দল থেকে হারিয়ে গিয়েছেন ধোনির সহযোগিতা না পাওয়ার জন্য। এমন তিন ক্রিকেটারকে নিয়েই আজ আমাদের এই প্রতিবেদন।
ইরফান পাঠান: মাত্র ২৮ বছর বয়সে ২০১২ সালে নিজের শেষ ওডিআই ম্যাচটি খেলেছিলেন ইরফান পাঠান। সেই ম্যাচে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। তারপর কিছুটা সময় চোটের জন্য তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তীতে তাকে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখলেও তাকে আর ওডিআই খেলার সুযোগ দেওয়া হয়নি। এরপর আইপিএলেও ২০১৫ এবং ২০১৬ সালে ধোনির অধিনায়কত্বে মাঠে নামার সুযোগ পাননি ইরফান। সরাসরি ধোনির নামে কোনও অভিযোগ না করলেও বাঁ-হাতি পেসার পরবর্তীতে পরোক্ষভাবে বলেছিলেন যে বয়সটা অনেকের ক্ষেত্রে দেখা হয় না কিন্তু তাদের মতো ক্রিকেটারদের ক্ষেত্রে সেটাই বাদ পড়ার কারণ হয়ে দাঁড়ায়।
মনোজ তিওয়ারী: ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে একাধিকবার ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েও মাত্র ১২ টি ওডিআই ম্যাচ খেলতে পেরেছিলেন মনোজ। আন্তর্জাতিক কেরিয়ারে তার নামের পাশে একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে। কিন্তু কখনোই তাকে নিয়মিতভাবে ভারতীয় দলের সুযোগ দেননি ধোনি। এই নিয়ে প্রকাশ্যে একাধিকবার নিজের আফসোস প্রকাশ করেছেন বাংলা রঞ্জি দলের বর্তমান অধিনায়ক।
রবিন উথাপ্পা: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের এবং ২০০৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ক্রিকেটার। কিন্তু এরপর তার ফর্ম কিছুটা খারাপ হওয়া মাত্রই তাকে দল থেকে সরিয়ে ফেলেন ধোনি। ফির একবার ২০১৪ সালে তার আইপিএল পারফরমেন্সের ভিত্তিতে তাকে দলে ফেরানো হয়েছিল ঠিকই কিন্তু তখনও নিয়মিতভাবে তিনি ভারতীয় দলে আর সুযোগ পাননি।