বর্ধমানে ট্রেন ঢুকতেই তল্লাশি চালু করে আরপিএফ, উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনা, ধৃত ২

বাংলা হান্ট ডেস্কঃ বর্ধমান (Bardhaman) স্টেশনে দূরপাল্লার ট্রেনে তল্লাশি চালিয়ে মিলল প্রায় ২ কোটি টাকার সোনা (Gold)। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত দুই অভিযুক্তকে বর্তমানে ডিআরআই এর বিশেষ দল দ্বারা কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে পরবর্তী তদন্ত।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে। কলকাতার ডিআরআই থেকে পাওয়া বিশেষ তথ্য অনুসারে আরপিএফ জানতে পারে একটি দূরপাল্লার ট্রেনে সোনা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই দেরী না করে সেই সেই তথ্যের ভিত্তিতে চলে তল্লাশি। বর্ধমান স্টেশনে আপ শিয়ালদহ অমৃতসর জলিওয়ানাবাগ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় তারা। এরপর আরেক সূত্র মারফত হাওড়া থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসেও অভিযান চালায় আরপিএফ। এরপরেই এই দুই ট্রেন থেকে মিলল মোট ১ কোটি ৭০ লক্ষ টাকার সোনার বাট (Gold bars)।

ডিআরআই এবং আরপিএফ-এর যৌথ তল্লাশিতে সফল হয় এই তল্লাশি অভিযান। ১২৩৭৯ আপ শিয়ালদহ -অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এসে দাঁড়াতেই তল্লাশি চালাতে শুরু করেন আরপিএফ এবং ডিআরআই এর আধিকারিকরা। সেখান থেকে পিঠের ব্যাগে রাখা ১ কেজি ওজনের একটি সোনার বাট সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

এরপর, আরও, তথ্যের ভিত্তিতে, ১২৩০১ আপ হাওড়া – নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটিও বর্ধমান স্টেশনে আসার পর তল্লাশি অভিযান চালানো হয়। সেই ট্রেন থেকে আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ব্যক্তির কোমরে কাপড়ের তৈরি একটি বেল্টের মধ্য থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ওজনের সোনার বাট।

সফল অভিযানের পর কলকাতা থেকে ডিআরআই এর বিশেষ দল ধৃত দুজনকেই কলকাতায় নিয়ে আসে। সোনার বাটগুলি সবকটিই বিদেশে তৈরি বলে জানা গেছে। ঘটনাটির পরবর্তী তদন্ত শুরু করেছে ডিআরআই বিশেষ দল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর