রেকর্ড গড়ে স্বর্ণপদক জয় মিরাবাঈ চানুর, ভারোত্তোলনে পদক আনলেন সঙ্কেত ও গুরুরাজাও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পদকের জন্য তার পারফরম্যান্সের ওপর নির্ভর করেছিল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। দেশবাসীদের হতাশ করেননি মিরাবাঈ চানু। বার্মিংহ্যামে আয়োজিত ২০২২ কমনওয়েলথ গেমস থেকে ভারতকে তাদের এখনও অবধি তৃতীয় ও প্রথম সোনার পদক এনে দিয়েছেন তিনি। মিরাবাঈ এদিন স্ন্যাচে সবচেয়ে বেশি ৮৮ কেজি ভার তোলেন, যা একটি কমনওয়েলথ গেমস রেকর্ড এবং তার কেরিয়ারেরও সেরা পারফরম্যান্স। এরপর ক্লিন এন্ড জার্কে তিনি নিজের প্রথম চেষ্টাই ১০৯ কেজি ওজন তুলে স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ ক্লিন এন্ড জার্কে তিনি ১১৩ কেজি ভার তোলেন তিনি। সব মিলিয়ে মোট ২০১ কেজি স্বর্ণপদক নিশ্চিত করেন চানু।

Screenshot 20220730 234803 Twitter

কমনওয়েলথ গেমসে স্ন্যাচের মতো ক্লিন অ্যান্ড জার্কেও নতুন রেকর্ড এই ১১৩ কেজি ভারউত্তোলন। সেই হিসাব মতোই স্ন্যাচের ক্লিন এন্ড জার্ক মিলিয়েও ২০১ কেজিও নতুন কমনওয়েলথ গেমস কৃতিত্ব। তাই দেখতে গেলে শুধু স্বর্ণপদক বিজয়ই নয়, তার সাথে সাথে রেকর্ড গড়েও দেশের মুখ উজ্জ্বল করেছেন সাইকম মিরাবাঈ চানু।

কমনওয়েলথ গেমসে ভারতের আজকের দিনটা স্মরণীয় করে রাখলেন ভারোত্তোলকরাই। আজ প্রথমে পুরুষদের ভারোত্তোলনে রুপো পান সঙ্কেত সারগার। ৫৫ কেজি বিভাগে এই নজির গড়েন তিনি। আজ ৫৫ কেজি বিভাগে দ্বিতীয় স্থানে শেষ করেছেন তিনি। সব রাউন্ড মিলিয়ে মহারাষ্ট্রের সাঙ্গলির ২১ বছরের ভারোত্তোলক মোট ২৪৮ কেজি ওজন তোলেন তিনি। ফাইনাল রাউন্ডে মালয়েশিয়ার বিব অনিক তাকে টেক্কা দিয়ে তোলেন ২৪৯ কেজি। ফলে অল্পের জন্য হাতছাড়া হয় স্বর্ণপদক। তবে ২০২২ কমনওয়েলথে দেশকে প্রথম পদক এনে দিয়ে খুশি সঙ্কেত। তরুণ ভারোত্তোলকের কেরিয়ারে এটিই ছিল সবচেয়ে বড় মাল্টি ইভেন্টে পদক জয়।

GridArt 20220731 001558934

সঙ্কেতের পর আজ পুরুষদের ভারোত্তোলনে গুরুরাজা পূজারিও ভারতকে গর্বিত করেন। তবে তিনি সোনা বা রুপো নয়, ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। ফাইনালে তিনি মোট ২৬৯ কেজি ওজন তুলেছেন। এটি কমনওয়েলথ গেমসে গুরুরাজার দ্বিতীয় পদক। এর আগে ২০১৮ ভারতের হয়ে কমনওয়েলথে প্রথম পদক জয় করেছিলেন তিনিই।


Reetabrata Deb

সম্পর্কিত খবর