বাংলা হান্ট ডেস্ক: ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) যৌথভাবে মরক্কো, স্পেন এবং পর্তুগাল দ্বারা আয়োজিত হতে চলেছে। এই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মরক্কো। তবে, প্রস্তুতির মধ্যেই এমন একটি রিপোর্ট সামনে এসেছে যেটি সমগ্র বিশ্বে আলোড়ন তৈরি করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মরক্কোতে ফিফা বিশ্বকাপ চলাকালীন শহর পরিষ্কার রাখতে পথকুকুরদের নিয়ে একটি বড় পদক্ষেপ নেওয়া হতে চলেছে। যেটির তুমুল বিরোধিতা শুরু হয়েছে চারিদিকে।
ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) জন্য সঙ্কটে পথকুকুরেরা:
রিপোর্টে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) চলাকালীন ভারত ও বিদেশের লক্ষ লক্ষ ফুটবল অনুরাগী ম্যাচ দেখতে শহরে আসবেন। এমতাবস্থায়, পথকুকুর থেকে শুরু করে রাস্তায় বিচরণ করা অন্যান্য প্রাণীদের থেকে যাতে কাউকে সমস্যায় না পড়তে হয় সেজন্য প্রায় ৩০ লক্ষ কুকুর নিধনের প্রস্তুতি নিচ্ছে নগর প্রশাসন। এই রিপোর্ট সামনে আসার পর অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্টরা এর বিরোধিতা শুরু করেছেন।
মরক্কোতে শুরু হয়েছে বিক্ষোভ: মরক্কোর বিখ্যাত অ্যানিম্যাল রাইটস অ্যাক্টিভিস্ট এবং আইনজীবী জেন গুডাল এই পুরো বিষয়টি নিয়ে ফিফার (FIFA World Cup) সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফ স্ট্রাসকে একটি চিঠি লিখে এই ঘটনার প্রতিবাদ করেছেন।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! শুরু হল বুলেট ট্রেন করিডোরের বৈদ্যুতিকরণের কাজ, রেলমন্ত্রী দিলেন বড় আপডেট
জেন গুডাল তাঁর চিঠিতে লিখেছেন, “এই রিপোর্টের কথা শুনে আমি হতবাক। আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা সংস্থাগুলি এই বিষয়ে কড়া নজর রাখছে। এর পাশাপাশি আমি সেইসব ফুটবল ভক্তদের কাছে একটি প্রশ্ন করতে চাই যারা প্রাণীকে ভালোবাসেন, তাঁরা কী অবলা প্রাণীদের সাথে ঘটতে চলা এই ভয়ঙ্কর কাজের সাথে একমত হবেন?”
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে হারের পর কড়া মনোভাব BCCI-এর! টিম ইন্ডিয়ার প্লেয়াররা আর পাবেন না এই বিশেষ সুবিধা
জানিয়ে রাখি যে, জেনা গুডাল এই বিষয়ে ফিফার (FIFA World Cup) মহাসচিবকেও সতর্ক করেছেন যে তিনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করেন তবে তাঁরা বড় পদক্ষেপ নেবেন। তিনি আরও অভিযোগ করেছেন যে, মরক্কোর প্রশাসন ক্রমাগত শহর পরিষ্কারের নামে পথকুকুর হত্যা করে চলেছে।