SSC মামলায় কমিশনের সার্ভার সিজ করল CBI, বেরিয়ে এল তিন ‘প্রভাবশালীর’ নাম, তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) এবার বিরাট তথ্য ‘ফাঁস’ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিলেও অযোগ্যদের খুঁজে বের করতে CBI তদন্ত বহাল রেখেছে হাইকোর্ট। সেই তদন্তেই এবার নয়া মোড়। এসএসসি মামলায় গুরুত্বপূর্ণ নথির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর ইতিমধ্যেই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে তারা। এসএসসির সার্ভার থেকেই মিলেছে সমস্ত কিছু। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুলকর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশন তরফে নায়সাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল, কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকাই গোয়েন্দাদের হাতে এসেছে।

সূত্রের খবর, এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যেই ‘অযোগ্য’দের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি তরফে নায়সা কর্তা নীলাদ্রি দাস, নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়সার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বনশলের নাম। তবে এবার এই মুজাম্মিল হোসেনের নামেরও হদিস দিল CBI. কী তার পরিচয়? অযোগ্যদের তালিকে কেন এই ব্যক্তিকে ইমেইল করেছিল কমিশন?

জানা গিয়েছে, নায়েসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্মিল হোসেন। নায়সার হয়ে এসএসসি-র ও কমিশনের কর্তাদের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি। কেবল কাজের সূত্রেই নয়, ব্যক্তিগত স্তরেও মুজাম্মেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৎকালীন শিক্ষাকর্তাদের।

ssc scam 6

আরও পড়ুন:ব্যাগ থেকে ছুরি বের করেই…! দিনেদুপুরের হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন! শোরগোল

CBI সূত্রে খবর, বর্তমানে এসসিসি-র সার্ভার সিজ করেছেন তারা। এরপরই সার্ভার ঘেঁটে মিলেছে একাধিক মোড় ঘুরিয়ে দেওয়ার মত তথ্য। নজরে আসে একাধিক ইমেল। SSC থেকে প্রথম ইমেল করা হয় নায়েসাকে। কমিশন মারফত ইমেল গিয়েছিল নায়সার কর্তা নিলাদ্রি দাস, নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এই কর্মী মুজাম্মিল হোসেনকে। এবার এই বিস্ফোরক তথ্য ধরে SSC মামলা কোন নয়া মোড় নেয় সেটাই দেখার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর