এই ৩ তারকা IPL-এ গড়েছেন ইতিহাস! অরেঞ্জ ক্যাপের পাশাপাশি মাথায় তুলেছেন পার্পল ক্যাপও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল এমন একটা টুর্নামেন্ট যেখানে গোটা পৃথিবীর সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে থাকেন। কিন্তু আজকে প্রতিবেদনে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা গোটা বিশ্বের হাজার হাজার ক্রিকেটারদের মধ্যে আইপিএলের মঞ্চে কেবলমাত্র তিনজন করে দেখাতে পেরেছেন। আজ যে তিন ক্রিকেটারকে নিয়ে আলোচনা হবে আইপিএলের মঞ্চে তাদের মাথায় কখনো না কখনো অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ, দুটিই শোভা পেয়েছে।

hardik

হার্দিক পান্ডিয়া: আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল অলরাউন্ডারদের একজন। ২০১৮ সালের আইপিএলে তিনি বেশ কয়েকটি ম্যাচে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে। এরপর গত বছর অর্থাৎ ২০২২ সালের আইপিএলে তিনি অপারেটরে ব্যাটিং শুরু করার পর বেশ কিছুদিন অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছিলেন। কিন্তু এখনো অবধি কোনওটিই জিততে পারেননি হার্দিক।

watson

শেন ওয়াটসন: প্রাক্তন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বর্তমানে দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমের সঙ্গে যুক্ত রয়েছেন। আরসিবির হয়ে ২০১৬ সালে আইপিএল খেলার সময় তিনি কিছুদিন পার্পল ক্যাপের দখল নিজের কাছে রেখেছিলেন। এছাড়া রাজস্থান রয়্যালসে খেলার সময় তারকা অজি ক্রিকেটার একবার অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে ছিলেন এবং কিছুদিনের জন্য নিজের দখলে রেখেছিলেন।

ককর russell

● আন্দ্রে রাসেল: আগে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেললেও মূলত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা শুরু করার পর আন্দ্রে রাসেল সকলের নজর কেড়েছিলেন। ২০২২ সালটা তার ব্যাটিংয়ের দিক দিয়ে আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেরা বছর ছিল। ওই বছর কিছুদিন অরেঞ্জ ক্যাপের দখল তার কাছে ছিল। এছাড়া ২০১৬ সালের আইপিএলে তিনি নিজের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড করেছিলেন। তিনি সেইবছর কিছু সময় পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর