বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বে খুব কম বোলারই এমন রয়েছেন যারা টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেটের গন্ডি অতিক্রম করতে পেরেছেন। যদি কোন বলার এই কীর্তি অর্জন করেন তাহলে বুঝে নিতে হবে যে তিনি সর্বকালের সেরা তালিকায় নিজের নাম প্রবেশ করিয়ে ফেলেছেন। কিন্তু এমন তালিকায় থাকা মাত্র তিনজন ক্রিকেটার ব্যাট হাতে শতরান করতে পেরেছেন! এই প্রতিবেদন আমরা সেই ৩ ক্রিকেটারের সম্পর্কেই জেনে নেব।
অনিল কুম্বলে: এই তালিকায় প্রথম নামই আসবে ভারতের কিংবদন্তির লেগ স্পিনারের। তার নামের পাশে রয়েছে ৬১৯ টি টেস্ট উইকেট। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সেই সঙ্গে ২০০৭ সালে নিজের ক্যারিয়ারের শেষ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন একটি টেস্ট শতরান।
স্টুয়ার্ট ব্রড: অভিজ্ঞ এই ইংরেজ পেসারের নামের পাশে রয়েছে ৫৬৬ টেস্ট উইকেট। ক্রিকেট বিশ্ব তার এবং অ্যান্ডারসনের ফাস্ট বোলিং জুটিকে চিরকাল মনে রাখবে। সেই সঙ্গে তার নামের পাশেও রয়েছে একটি শতরান। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড ১০২ রানের স্কোরে ৭ উইকেট হারিয়ে ফেলেছিলেন যখন ব্রড ব্যাট করতে নামেন। এরপর ব্যক্তিগত ১৬৯ রানের ইনিংস খেলেন তিনি।
রবি অশ্বিন: ভারতীয় এই স্পিনার ২০২৩ সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে ৪৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। বর্তমান প্রজন্মে টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। তার নামের পাশে ৪৫০ উইকেটের পাশাপাশি রয়েছে পাঁচটি শতরান। আর কোনও ক্রিকেটার টেস্ট ফরমেটে সাড়ে চারশ রান করার পাশাপাশি একটির বেশি শতরান করতে পারেননি।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা