দাম ১০ কোটিরও বেশি! তাও চলতি IPL-এ বসে বসে বেঞ্চ গরম করছেন এই ৩ মহাতারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল একটি আশ্চর্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অনেক অনামী তারকা এই প্রতিযোগিতায় এমন পারফরম্যান্স করেন যে অনেক সুনাম সম্পন্ন তারকা বাধ্য হয়ে বেঞ্চে বসেন। আমাদের আজকের প্রতিবেদন এমন কিছু ক্রিকেটারদের নিয়েই যারা ঢাকঢোল পিটিয়ে বিশাল অর্থের বিনিময়ে আইপিএলে দল পেয়েছিলেন কিন্তু বর্তমানে তারা বেঞ্চে বসে রয়েছেন।

dhoni stokes csk

বেন স্টোকস: ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু মাত্র দুটো ম্যাচ খেলার পর তিনি চোটের কবলে পড়েন। এরপর সুস্থ হওয়া সত্ত্বেও দলের বাকি বিদেশিরা এত ভালো পারফরম্যান্স করছেন যে তা আর সুযোগ পাচ্ছেন না তিনি।

FB IMG 16520300693952546

ওয়ারিন্দু হাসারাঙ্গা: শ্রীলঙ্কার এই তারকা স্পিনারকে ১০.৭৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে আরসিবি। তিনি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন এবং প্রতি ম্যাচেই উইকেট নিয়েছিলেন। কিন্তু সামগ্রিকভাবে দলের ফলাফল খারাপ হওয়ার একটিং কম্বিনেশনের পরিবর্তনে তাকে দলের বাইরে বসতে হয় এবং আরসিবি জয়ে ফেরে। এবার হয়তো মরশুমের বাকি অংশটা মেঞ্চে বসেই কাটাতে হবে তাকে।

brook century

হ্যারি ব্রুক: ১৩.২৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের এই ব্যাটারকে দলে নিয়েছিল এসআরএইচ। ওপেন করে একবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শতরানও পেয়েছেন যা ছিল এই আইপিএলের প্রথম শতরান। কিন্তু তারপর থেকে চূড়ান্ত খারাপ ফর্মে রয়েছেন তিনি। এতটাই খারাপ কর্ম ছিলেন যে প্রতিভাবান হওয়া সত্ত্বেও তাকে একাদশ থেকে ছেঁটে ফেলতে বাধ্য হয় এসআরএইচ।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর