পুলিশ চা খেতে যেতেই ভ্যান থেকে পগারপার ৩ বন্দি! ভাইরাল ভিডিও দেখলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাবে এই ঘটনা! এমনিতেই সিনেমার পর্দায় বহুবার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অপরাধীদের পালাতে দেখেছি আমরা সবাই। এবার বাস্তবেও যেন ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। শুধু তাই নয়, পুরো ঘটনাটি ধরা পড়ল ক্যামেরাতেও। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল (Viral) হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে। যেখানে দেখা গিয়েছে, আদালতের বাইরে দাঁড় করানো পুলিস ভ্যান থেকে সুযোগ বুঝেই রীতিমতো পগারপার ৩ বন্দি।

পুলিশ কর্মীদের চা খেতে যাওয়ার অবসরেই নিজেদের কাজ হাসিল করে নেয় ওই ৩ বন্দি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাঁসিতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই তিনজনকে ঝাঁসির রেলওয়ে কোর্টে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। আর সেখানেই পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় তারা।

এমতাবস্থায়, সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের ভিতরে আসামীদের নিরাপত্তাহীন অবস্থায় রাখা হয়েছে। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই ওই ৩ আসামী ভ্যানের দরজা খুলে পালিয়ে যায়। শুধু তাই নয়, ওই ৩ জন পুলিস ভ্যান থেকে বেরিয়েই রাস্তায় দৌড়তে শুরু করে। তবে, ওই ঘটনার সময়ে ভ্যানের ভিতরে ৭ জন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে ৩ জন পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন: পাঁচ বছর ধরে ছিল বন্ধ! ফের শুরু হতে চলছে রাজ্য সরকারের এই জনপ্রিয় প্রকল্প, প্রতিমাসে মিলবে মোটা টাকা

ইতিমধ্যেই এই বিষয়টি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি, পলাতক আসামীদের ধরতে গঠন করা হয়েছে দু’টি টিম। এছাড়াও, খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও। শুধু তাই নয়, ওই ৩ বন্দি সম্ভাব্য যেখানে যেখানে পালিয়ে যেতে পারে সেইসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: হয়ে যান চিন্তামুক্ত! LIC-র এই দুর্ধর্ষ প্ল্যানে একবার টাকা জমা করলেই সারাজীবন মিলবে পেনশন

জানা গিয়েছে যে, পলাতক ওই ৩ বন্দির নাম হল ব্রজেন্দ্র (২৭), শৈলেন্দ্র (২০) এবং জ্ঞানপ্রসাদ (২৩)। মঙ্গলবার দুপুরে ১১ জন পুলিশ আধিকারিক ঝাঁসির রেলওয়ে কোর্টে হাজিরার জন্য মোট ৭ জন বন্দিকে নিয়ে যাচ্ছিলেন। আর সেখান থেকেই ওই ৩ জন পালিয়ে যায়। পাশাপাশি, অভিযুক্তরা সবাই রেল স্টেশন থেকে মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরির দায়ে জেল খাটছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে গাফিলতির দায়ে ৩ জন সাব-ইনসপেকটর সহ ৮ জন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্তও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর