বাংলা হান্ট ডেস্ক: ‘জয় শ্রী রাম’ নিয়ে দিন দিন আরো অস্বস্তিকর পরিস্থিতি বেড়ে চলেছে দেশে। ফের জয় শ্রীরাম না বলায় বেধড়ক মারধর করা হলো তিন কিশোরকে গুজরাটের গোধরায় ঘটেছে ঘটনাটি। ছ’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে উঠেছে অভিযোগ। এক আক্রান্ত কিশোরের বাবা জানিয়েছেন যে দু’টি বাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা।
জানা গেছে, আক্রান্ত তিন কিশোর সমীর সিদ্দিকি, সলমন ঘিটেলি এবং সোহেল ভগতও বাইকে ছিল, মাঝপথে হঠাৎই থামানো হয় তাদের, ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের বাধ্য করে জয় শ্রীরাম বলতে, না বলায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এমনকি হুমকি দেওয়া হয় এলাকায় ফের দেখা গেলে প্রাণে মেরে ফেলা হবে আক্রান্ত কিশোরদের।
ওই ছ’জনের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জয় শ্রীরাম নিয়ে দিন দিন বেড়ে চলা বিভিন্ন বীভৎস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার দেখার বিষয় আগামী দিনে আদেও কোনো সুরাহা হয় কিনা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার