পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২.৯ টন বজ্র পদার্থ! জানুন কি করবে নাসা

বাংলা হান্ট ডেস্কঃ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে ২.৯ টন ওজনের ব্যাটারি প্রায় ৪২৬ কিমি উচ্চতা থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই ব্যাটারির ব্যবহার ইন্টারন্যাশানাল মহাকাশ স্টেশনকে আলোকিত করার জন্য ব্যবহার করা হত। এখন এই ব্যাটারি পুরনো হয়ে গিয়েছে, আর সেটিকে এখন মহাকাশ থেকে পৃথিবীতে পাঠানো হচ্ছে। এই ব্যাটারিটি স্পেস স্টেশনে বিশাল রোবোটিক বাহুতে সংযুক্ত ছিল। এর সাহায্যে ব্যাটারিটিকে এখন পৃথিবীর দিকে পাঠানো হচ্ছে।

যদি এটা জানার পর আপনি চিন্তিত হন যে এই বিশালাকার ব্যাটারিটি যেকোন মুহূর্তে পৃথিবীর সঙ্গে টক্কর খেতে পারে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি জেনে হতবাক হয়ে যাবেন যে এই ব্যাটারিটি পৃথিবীর নীচের কক্ষপথে পৌঁছাতে দুই থেকে ৪ বছর সময় নেবে। এর পরে, এই ব্যাটারিটি ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে বিনষ্ট হবে। নাসা স্পেস স্টেশনটির ব্যাটারি পরিবর্তন করার সময় ব্যাটারিটি পৃথক করা হয়েছে।

ব্যাটারি বদলের প্রক্রিয়া ২০১৬ সালে শুরু হয়েছিল আর সেই সময় ৪৮ নিকেল হাইড্রোজেন থেকে তৈরি এই ব্যাটারির জায়গায় ২৪ লিথিয়াম ব্যাটারি লাগানো হয়েছে। প্রায় ৪ বছর পর ২০২০ সালে ব্যাটারিটি সম্পূর্ণ ভাবে বদলে দেওয়া হয়। এই ব্যাটারিটিকে অর্বিটে নষ্ট করার পরিকল্পনা ছিল না। প্রথমে এই ব্যাটারিটিকে জাপানের এইচ-২ ট্রান্সফ্যার ভেহকিলের মদতে পৃথিবীতে আনার পরিকল্পনা ছিল। কিন্তু ২০১৮ সালে সোয়ুজ রকেট লঞ্চ না হতে পাওয়ার কারণে এই পরিকল্পনা ভেস্তে যায়।

নাসা যোগাযোগ বিশেষজ্ঞ লেহ চশায়ার একটি বয়ানে বলেন, এটিই সবথেকে বড় স্পেশ অবজেক্ট ছিল যেটি ISS  থেকে পাঠানো হয়েছিল। এর ওজন প্রায় ২.৯ টন। এর আগে স্পেস স্টেশন থেকে অ্যামোনিয়া সার্ভিসিং সিস্টেম ট্যাংককে ২০০৭ সালে পাঠানো হয়েছিল। এটি এসটিএস -১১৮ মিশনের সময় স্পেস ওয়াকার ক্লে অ্যান্ডারসন দ্বারা পরিচালিত হয়েছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর