জন্মদিনে রইলো ধোনির সম্পর্কে ৩ অজানা তথ্য! জানলে ক্যাপ্টেন কূলের প্রতি বাড়বে শ্রদ্ধা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কের জন্মদিন। আজ ওডিআই ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ফিনিশারের জন্মদিন। আজ সবচেয়ে বেশি আইপিএল জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন। আজ, ৭ই জুলাই, ৪২-এ পা দিলেন ক্যাপ্টেন কুল।

গোটা ক্রিকেট বিশ্ব আজ ব্যস্ত প্রিয় মাহিকে শুভেচ্ছা জানাতে। তিনি অবশ্য নিজের স্বভাব সিদ্ধ ঢঙয়ে প্রচারের আলোর বাইরে নিজের প্রিয়জনদের সঙ্গে জন্মদিন পালন করছেন। তার জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আমরা জেনে নেব ক্যাপ্টেন কোন সংক্রান্ত এমন তিনটি তথ্য যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ক্রিকেটের ইতিহাসে।

সর্বোচ্চ মূল্যের ব্যাট: যে ব্যাট হাতে ছক্কা মেরে ধোনি ভারতের ২৮ বছরের খরা কাটিয়ে ওডিআই বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিলেন সেই ব্যাটটির কথা সকলের মনে আছে নিশ্চয়ই। পরে সেটি নিলামে ১০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়েছিল। অবসর না নেওয়া কোনও ক্রিকেটারের ব্যবহৃত সামগ্রী এত বিপুল মূল্যে বিক্রীত হয়নি।

ms dhoni 2011
সেই ঐতিহাসিক ছক্কা

সর্বাধিক স্টাম্পিং: একজন ভালো ওডিআই ব্যাটারের পাশাপাশি নিজের সময়ের সেরা উইকেটরক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন ধোনি। বিশেষ করে চোখের পলক ফেলার আগেই তার কোনও ক্রিকেটারকে স্টাম্পড করার ক্ষমতা ভারতকে বহুবার বহু প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। ধোনি তার আন্তর্জাতিক কেরিয়ারে মোট ১২৩ টি স্টাম্পিং করেছেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার চেয়ে ৫৪ ম্যাচ কম খেলে ২৪ ধাপ এগিয়ে আছেন তিনি।

ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক নট আউট: ধোনি ক্রিকেট বিশ্বের ইতিহাসের সেরা ফিনিশার হিসেবে পরিচিত। ধোনি নিজের ওডিআই কেরিয়ারে ৮৩ বার নট আউট থেকেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবোয়ের প্রসপার উৎসায়ার থেকে ৩৫ ধাপ এগিয়ে তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর