চাপ চাপ রক্ত, হাত-পা ভাঙা! ৩ বছরের শিশুকে ধর্ষণ করে এভাবে খুন! ঘটনা শুনলে রক্ত জল হবে

বাংলা হান্ট ডেস্কঃ দিনে দিনে এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধির আকার নিচ্ছে ধর্ষণের (Rape) মতো ঘটনা। আট থেকে আশি অসুর রূপি মানুষের এই যৌন লালসা থেকে রেহাই পাচ্ছে না কেউ। প্রতিনিয়ত দেশের নানান প্রান্তে ঘটে চলেছে নারী নির্যাতন কিংবা ধর্ষণের (Rape) মতো ঘটনা। এবার এক যুবকের যৌন লালসার কবলে পড়ে অকালেই ঝড়ে পড়ল ফুলের মত এক শিশুর প্রাণ।

৩ বছরের শিশুকে ধর্ষণ করে খুন (Rape), গ্রেপ্তার ১

মুক্তি পেল না মাত্র তিন বছরের শিশুও। এবার ঘটনাস্থল হরিয়ানার নুহ জেলা। এক ঝোপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুর রক্তাক্ত দেহ।  অপহরণ করে ধর্ষণ করার পর খুন করে শিশুটিকে ওই ঝোপের আড়ালে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ। জানা যাচ্ছে অভিযুক্ত যুবক গ্রামেরই বাসিন্দা। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ফুটফুটে শিশু কন্যাকে রক্তাক্ত,হাত -পা ভাঙ্গা অবস্থায় উদ্ধার করেছেন তার পরিবারের লোকজন। পরিবারের দাবি শিশুর সারা গায়ে ছিল চাপ চাপ রক্তের দাগ। শনিবার বিকেল থেকেই নিখোঁজ ছিল হরিয়ানার নুহু জেলার পিনগওয়াঁ গাওয়া এলাকার বাসিন্দা ওই শিশু। শনিবার বিকেলে বাড়ির  সামনেই আপন মনে খেলা করছিল ওই বছর তিনেকের শিশু কন্যাটি।

আরও পড়ুন: ‘একটু নেশা-ভান, আর রাতভর বয়ফ্রেন্ড–গার্লফ্রেন্ড…’ রাত দখলকে ‘নোংরা’ আক্রমণ তৃণমূলের লাভলির

বিকেল চারটে নাগাদ এক যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার আগে এক ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় শিশুটির রক্তাক্ত দেহ। দেহ ময়নাতদন্তে পাঠানোর পর প্রাথমিকভাবে তার দেহে ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলেই খবর।

Rape

পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ মিলতেই স্থানীয় থানায় পুলিশ চারটি দল তৈরি করে। পুলিশ সূত্রে খবর অবশেষে রবিবার মারোরা গ্রামের কাছ থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর