রোহিত শর্মার তিন বছরের পুরনো টুইট ভাইরাল, ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন বড় কথা

বাংলা হান্ট ডেস্কঃ একটা সময় টেস্ট ক্রিকেট থেকে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছিলেন বর্তমানে ওভালে ভারতের সেভিয়ার হয়ে ওঠা রোহিত শর্মা। ভারতীয় দলে ৬ নম্বরে তার জায়গা হয়নি, ওয়ানডে ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান রীতিমতো মর্ম যন্ত্রণায় ভুগছিল সেসময়। একটি ইন্টারভিউতে তিনি এও বলেছিলেন, আমার বাবা তখনই আমাকে নিজে থেকে ফোন করে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করেন যখন আমি টেস্ট ক্রিকেটে কোন সেঞ্চুরি পাই। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পেলে বাবা খুশি হন ঠিকই, কিন্তু টেস্ট ক্রিকেটের মত উচ্ছ্বাস তাতে নেই।

সেই মর্ম যন্ত্রণা কার্যত শেষ হয় ২০১৯ সালে, একদিনের ম্যাচের মতোই টেস্ট ক্রিকেটের ওপেনিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি, এতদিন টেস্ট না খেলতে পারার আফসোস যেন পরস্পর ম্যাচে মিটিয়ে নিচ্ছেন তিনি। ওভালে যে রোহিত শুধু সেঞ্চুরি করেছেন তাই নয়, একইসঙ্গে গড়ে ফেলেছেন বেশ কিছু রেকর্ডও। একদিকে যেমন টেস্ট ক্রিকেটে মাত্র ৭৪ টি ইনিংসে তিন হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছেন তিনি, তেমনই ওপেনার হিসেবে করে ফেলেছেন ১১০০০ আন্তর্জাতিক রান, পূর্ণ করেছেন ১৫০০০ আন্তর্জাতিক রানও।

IMG 20210905 141349

তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না রোহিতের জন্য। তার ওপেনার হওয়া নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। ওয়ানডে ক্রিকেটের তুলনায় টেস্ট ক্রিকেটে সাধারণত বল বেশি স্যুইং করে। সেই স্যুইং সামলাতে হিমশিম খাবেন রোহিত, এমনটাও আশঙ্কা করেছিলেন অনেকেই। তবে প্রত্যেকের সমালোচনার চূড়ান্ত জবাব দিয়েছেন হিটম্যান। টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে ইতিমধ্যেই নিজের পঞ্চম শতক পূর্ণ করেছেন তিনি।

IMG 20210904 224655

২০১৮ সালে ইংল্যান্ডগামী টেস্ট দল থেকে বাদ পড়ার পর রোহিত টুইট করেছিলেন, “আগামীকাল আবার সূর্য উঠবে।” তার এই টুইটটি এখন মারাত্মক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তিন বছর আগেই রোহিত জানিয়ে দিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে একবার সুযোগ পেলে সেই সুযোগকে কিভাবে কাজে লাগাবেন তিনি। ব্যাট হাতেও তা প্রমাণ করতে কোন ভুল করেননি হিটম্যান। তার ১২৭ রানের দৌলতেই এখন কপালে বেশ কিছুটা স্বস্তিজনক পর্যায়ে রয়েছে ভারত। আগামী দিনে এভাবেই আরও বড় ইনিংস আসুক রোহিতের ব্যাট থেকে সেটাই এখন চাহিদা সকলের।

 

Abhirup Das

সম্পর্কিত খবর