২১-র ভোটে বিরোধী দল বিজেপি ইনেক আগেই কোমর কষলেও কংগ্রেসের তরফে তা দেখা যায়নি। তবে আর দেরি না করে, সবাইকে চমক দিয়ে দিল্লি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন তারকা ক্যাম্পেনারের নাম প্রকাশ করল কংগ্রেস। সেই তালিকায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে শুরু করে সিধু, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ-কেও দেখা যাচ্ছে। যা নিয়ে এবার ২১-এ বাংলা দখলের লড়াই পুরোদমে ঝাঁপিয়ে পড়বে কংগ্রেস।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপি যে হিন্দু ভোট কেটে নিয়ে চলে যাবে, তা আগেই আন্দাজ করে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজেদের ঝুলিতে ঢোকাতে আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে জোট করেছে বাম-কংগ্রেস। তবে জোট করলেও নির্বাচনী প্রচারে তারকা ক্যাম্পেনারদের না দেখে হতাশ হচ্ছিল কংগ্রেস সমর্থকরা। মোদী, অমিত শাহ, স্মৃতি ইরিণী দিল্লি থেকে উড়ে এসে আদা জল তৃণমূল সরকারকে উচ্ছেদের ডাক দিচ্ছে, সেই তালিকায় অনেকটা পিছনের সারিতে পড়ে ছিল কংগ্রেস। অসম, তামিলনাড়ুতে যেভাবে রাহুল গান্ধী , প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, তার সিকিও এরাজ্যে আচ পড়ল না।
তবে কংগ্রেসের শিবির যে এবার নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে , তা গতকাল অধীর চৌধুরীর দায়িত্ব কময়ে লোকসভা দলনেতা পদ থেকে অপসারণ আন্দাজ করা যায়। এর পরই আজ কংগ্রেসের তরফে একঝাঁক তারকা ক্যাম্পেনারের নাম প্রকাশ করা হয়। সেই তালিকায় উল্লেখযোগ্য নাম গুলি হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং, শচীন পাইলট, অশোক গেহলট,কমলনাথ, নভোজ্যোৎ সিংসিধু, মল্লিকার্জুন খাড়গে, সলমন খুরশিদ,রণদীপ সুরজেওয়ালা সহ একাধিক প্রথম সারির নেতা।
তবে আসন রফা নিয়ে আইএসএফ ও কংগ্রেসের মধ্যে যে দরকষাকষি চলছিল, তার জেরেই যে রাহুল গান্ধীকে সংযুক্ত মোর্চার যৌথ ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। শেষে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপেও তার মীমাংসা হয়।
অন্যদিকে এরাজ্যে বাম-কংগ্রেস জোটের মধ্যে বামেরা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলেও, কংগ্রেসের তরফে তা সেভাবে সম্ভব হয়ে ওঠেনি। তাই এনিয়ে আজ বৈঠকে বসেছেন সোনিয়া গান্ধী। সোনিয়ার বাসভবনের এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধরী থেকে আব্দুল মান্নান রাও উপস্থিত থাকতে পারেন বলে খবর।