বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে জারি রক্তক্ষয়ী সংঘর্ষের আজ সপ্তম দিন। আর এরই মধ্যে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) রবিবার ৩০-র বেশি হামাস জঙ্গিদের নাম এবং ছবি জারি করেছে। এই ৩০ জঙ্গিই ইজরায়েলের হামলায় নিকেশ হয়েছে। IDF জানিয়েছে যে, তাঁরা টপ কম্যান্ডার ছাড়াও বহু নিচু তলার জঙ্গিদেরও নিকেশ করেছে।
IDF releases names and in style cases photos of 30+ "central" Hamas and Palestinian Islamic Jihad members killed so far in the fighting. The IDF says it has killed dozens more lower ranking operatives. pic.twitter.com/EciKT06FGL
— Judah Ari Gross (@JudahAriGross) May 16, 2021
শনিবার রাতে একটি টেলিভিশনে দেওয়া বয়ানে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইজরায়েলের সৈন্য পদক্ষেপকে সঠিক বলে আখ্যা দিয়ে বলেন, ‘ইজরায়েল নিজেদের শহরে ইসলামিক জঙ্গি সংগঠন হামাস দ্বারা করা হামলাকে বরদাস্ত করবে না। আমাদের উপর যারা হামলা করবে, তাঁদের কড়া জবাব দেওয়া হবে। আমাদের অভিযান এখনও চলবে, এর শেষ দেখে ছাড়ব।”
PM Benjamin Netanyahu:
"It has been 5 days since Hamas brazenly fired rockets at Jerusalem and other Israeli cities in a totally unprovoked attack. This past week, millions of Israelis were forced into bomb shelters as missiles rained down on our cities."https://t.co/ToeJPuwMCB pic.twitter.com/qCuvnfYkIB— Prime Minister of Israel (@IsraeliPM) May 15, 2021
নেতানিয়াহু একটি টুইট করে লেখেন, ‘গাজা অপারেশন ন্যায়সঙ্গত আর নৈতিক। আরও কদিন এই সংঘর্ষ জারি থাকবে। গত সোমবার সন্ধের সময় হামাস দ্বারা অকারণে জেরুসালেমে রকেট হামলা করার পরই এই সংঘর্ষ শুরু হয়েছে।”
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি সবাইকে অবগত করাতে চাই যে, আমাদের শহরে ফায়ারিং করে হামাস দ্বৈত যুদ্ধ অপরাধ করছে। ওঁরা আমাদের নাগরিকদের নিশানা করছে আর ফিলিস্তিনি নাগরিকদের পিছনে গিয়ে লুকোচ্ছে। হামাস ফিলিস্তিনি নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।”
আরেকদিকে, সাতদিন ধরে চলা এই যুদ্ধে রবিবার ইজরায়েল বড় পদক্ষেপ নিয়ে গাজা পট্টিতে থাকা হামাসের প্রধানের বাড়িতে বোমাবাজি করে। আরেকদিকে, জঙ্গি সংগঠন হামাসও ইজরায়েলের রাজধানী তেল আভিভে হামলা চালায়। রাতভর তুমুল বোমাবাজি চলে। ইজরায়েলের আধিকারিকরা জানান, তাঁদের করা এয়ার স্ট্রাইকে কমপক্ষে তিনজন ফিলিস্তিনি মারা গিয়েছে।
রবিবার সকাল সকাল ইজরায়েল আল-সিনবারের বাড়িতে কার্পেট বম্বিং করে। সিনবার ২০১৭ সালে থেকে হামাসের রাজনৈতিক আর সৈন্য বিভাগের প্রধান। তবে এখনও এটা জানা যায় নি যে, হামলার সময় হামাসের প্রধান সেখানে উপস্থিত ছিল কি না।