বাংলাহান্ট ডেস্কঃ ইদের (eid) আনন্দ মুহূর্তে বদলে গেল শোকের পরিবেশে। ইরাকে (iraq) ভয়াবহ জঙ্গি হামলায় মৃত ৩৫ জন এবং আহত হয়েছেন ৬০ জন। মৃতদের মধ্যে ৮ জন মহিলা এবং ৭ জন শিশুও রয়েছে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। মৃতের সংখা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে বাগদাদের সদর সিটির একটি জনবহুল বাজারে। সেখানেই আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ইদের আগে প্রস্তুতি নেওয়ার মুখে, আনন্দের পরিবেশ হঠাৎ করে, বদলে গেল শোকের মুহূর্তে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ঘটনার পরবর্তীতে এক জরুরী বৈঠকের ডাক দেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। জানা গিয়েছে, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণটি ঘটিয়েছে জঙ্গিরা। এই ঘটনার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জানিয়েছে, গায়ে বিস্ফোরক বোঝাই জামা পড়ে তাঁদের এক সদস্য বাজারের মধ্যে ঘুরছিলেন।