৮ বছরের বাচ্চাকে বাঁচাতে কুয়োয় পড়লেন ৩০ জন, মৃত ৪! মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একজনকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন প্রায় ৩০ জন। এমনকি দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হল চারজনের। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসদা গ্রামে ঘটলো এমনই এক ভয়াবহ দুর্ঘটনা। গ্রামে এখনও চলছে উদ্ধার কার্য। এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ঠিক কি ঘটেছিল বৃহস্পতিবার রাতে? সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গ্রামেরই একটি ৪০ ফুট গভীর কুয়োর ভিতর পড়ে গিয়েছিল ৮ বছরের একটি ছোট্ট মেয়ে। খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাকে বাঁচাতে এসেছিলেন গ্রামবাসীরা। কিন্তু মেয়েটিকে উদ্ধার করতে গিয়ে কুয়োর ভিতরে পড়ে যান প্রায় ৩০ জন গ্রামবাসী। ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের।

গ্রামবাসীদের তরফে এরপর খবর দেওয়া হয়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সারারাত ধরে চালানো হয় উদ্ধার কার্য। ইতিমধ্যেই ২৩ জনকে উদ্ধার করেছে এই বাহিনীর কর্মীরা। ১৩ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। যদিও দুর্ভাগ্যজনকভাবে ওই বাচ্চা মেয়েটিকে এখনো উদ্ধার করা যায়নি।

ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও (Shivraj singh Chauhan)। একটি টুইটে তিনি লেখেন, “গঞ্জ বাসদা থেকে যে খবর এসেছে, তা খুবই দুঃখজনক। এখনও পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের আত্মার চিরশান্তি কামনা করি। উদ্ধারকার্য চলছে, এবং আমি সর্বদা বিষয়টি নজরে রাখার চেষ্টা করছি।”

 

সম্পর্কিত খবর

X