পুরভোটের আগে বড়ো চাপে তৃণমূল, বিজেপিতে যোগদান করলেন ৩০০ জন কর্মী

সামনেই পুরভোট আর সেই নিয়ে কনো সন্দেহ নেই বাংলা আবার নিজের দখলে করতে চায় তৃণমূল। দলের নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব কমানোর জন্য, পৃথক পৃথকভাবে দায়িত্ব বন্টন করতেও দেখা গেছে, কিন্তু তাতেও কাজ হয়নি । মালদা জেলায় একাধিকবার গোষ্ঠীদ্বন্দ হয়েছিলো, তা অনেক চেস্টা করেও রাশ টানতে পারেনি মমতা বন্দ্যোপাদ্ধায়।

আর নিজের দল শৃংখলাবদ্ধ না হলে তিনি সে ক্ষেত্রে কাউকে ছাড়েনা সেটাও প্রমানিত হল। এদিন প্রকাশ্য মঞ্চ থেকেই জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে আলাদা করে আর আলোচনা করবেন না। তৃণমূল নেত্রীর এই কঠোর ব্যবস্থা নেওয়ায় চিন্তায় পড়েছে জেলার হেভিওয়েট তৃণমূল নেতারা।WhatsApp Image 2020 03 08 at 16.42.46শনিবার সন্ধ্যায় বিজেপির এক কর্মিসভায় তৃণমূল, সিপিএম থেকে প্রায় ৩০০ জন কর্মী-সমর্থক যোগদান করেন পদ্মশিবিরে। আর এতেই দেখা গেছে দলের কর্ম ক্ষমতার অবস্থা। পাশাপাশি দলের লোকেরা জানিয়েছেন যে তারা বিজেপিতে যোগ দিতে চায়।

আর কর্মিসভায় উপস্থিত ছিলেন, নদিয়া জেলা সভাপতি অশোক চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক নিরাঞ্জন বিশ্বাস, মণ্ডল সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। আর অবশেষে পরিস্থিতি কোনদিকে এগোবে সেই নিয়ে চিন্তিত প্রশাসন।

 

সম্পর্কিত খবর