বর্ধমান, শান্তিনিকেতন রুট সহ আজ দেশজুড়ে বাতিল ৩০৯ ট্রেন! বাড়ি থেকে বেরোনোর আগে দেখুন তালিকা

বাংলাহান্ট ডেস্ক : আজ দেশে ৩০৯ টি এক্সপ্রেস, লোকাল, প্যাসেঞ্জার ট্রেন বাতিল (Train cancellation)। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-বর্ধমান শাখার (মেন এবং কর্ড লাইন) একাধিক লোকাল ট্রেনও। শুক্রবার পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস। হাওড়া-বর্ধমান শাখার (মেন এবং কর্ড লাইন) একাধিক লোকাল ট্রেনও রয়েছে এই বাতিলের তালিকায়।

হাওড়া (Howrah) থেকে ও হাওড়াগামী যে ট্রেনগুলি বাতিল হয়েছে: ১২৩০৩ হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস। ১২৩২২ ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস-হাওড়া মেল। ১২৩৩৭ হাওড়া-বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস।১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস। ১২৩৪৮ রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস। ১২৩৪৭ হাওড়া-লালকুয়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস। ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস। ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস। ১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস। ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস।১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস।

এছাড়াও, ১৩০৪৩ হাওড়া-রক্সৌল দ্বিসাপ্তাহিক এক্সপ্রেস। ২২৩২১ হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস। ২২৩২২ সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস। হাওড়া-বারুইপাড়া শাখার কয়েকটি লোকাল ট্রেন বাতিল। হাওড়া-চন্দনপুর শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল। হাওড়া-বর্ধমান (ভায়া কর্ড) শাখায় বাতিল কয়েকটি লোকাল। হাওড়া-তারকেশ্বর শাখার কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান (ভায়া মেন) শাখায় একাধিক লোকাল বাতিল। হাওড়া-আমতা শাখার লোকাল বাতিল হয়েছে।

  • শিয়ালদা (Sealdah) থেকে বাতিল ট্রেন:
  • ১৩১৮৭ শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস।
  • ১৩১৮৮ রামপুরহাট-শিয়ালদা মা তারা এক্সপ্রেস। ১২৯৮৭ শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস। ০৩১১১ শিয়ালদা-গোডা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
  • ০৩১১২ গোডা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল।
  • শিয়ালদা-নৈহাটি শাখার কয়েকটি লোকাল ট্রেন বাতিল আজ।

 

free wifi train

বাতিল ট্রেন সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা google এ গিয়ে লিখতে পারেন ‘National Train Enquiry System – Indian Railways’ বা ‘NTES’। এরপর সেখানে ক্লিক করে ‘Exceptional Trains’ অপশন এ ক্লিক করতে হবে। সেখানে একটি ড্রপডাউন বক্স দেখা যাবে। সেই জায়গায় ‘Cancelled Trains’-এ ক্লিক করলেই বাতিল ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর