বাংলাহান্ট ডেস্ক: বিহারের বিভিন্ন জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে প্রায় ৩২ জনের। বাজ পড়ে ঔরঙ্গাবাদে ৭ জন, বাঁকায় ৫ জন, ও জামুইতে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় বাজ পড়ে মহিলা ও শিশুদের মৃত্যু হয়েছে।
বাজ পড়ে মৃতদের পরিবার পিছু বিহার সরকার ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে। গত বছর থেকে বিহারের বজ্রপাত এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে ‘রাখে হরি,মারে কে’ অনেকে বজ্রাঘাত পেলেও প্রানে বেঁচে গিয়েছেন তারা। প্রাথমিক ভাবে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও স্বাভাবিক জীবন ফিরে পেয়েছ তারা।