আফগানিস্তানের কাবুলে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারাল ৩২ জন, আহত ৮১! খতম দুই ISIS জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ আগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে (Kabul) শুক্রবার একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে আর অনেক মানুষ আহত হয়েছেন। পুলিশের হামলায় খতম হয়েছে ওই দুই হামলাকারী। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS) নিজেদের ওয়েবসাইটে এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানে ইসলামিক স্টেট এর একটি নতুন সংগঠন সংখ্যালঘু শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তালিবান এই হামলায় নেই বলে জানিয়েছে। সম্প্রতি আমেরিকার আর তালিবানের মধ্যে শান্তি সমঝোতা হওয়ার পরই আফগানিস্তানে এই হামলা হয়।

ওই অনুষ্ঠানে নেতাদের সাথে সাথে অনেক কর্মী এবং সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া বেশীরভাগ মানুষ শিয়া সম্প্রদায় ভুক্ত ছিলেন, কারণ ওই অনুষ্ঠান আফগানিস্তানের হাজরা নেতা আবদুল মাজরির স্মরণে আয়োজিত করা হয়েছিল। ১৯৯৫ সালে শিয়া নেতা আবদুল মাজরিকে হত্যা করেছিল কট্টরপন্থীরা।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নসরত রহিমি বলেন, কাবুলে হওয়া এই হামলায় ৩২ জন মারা গেছেন আর ৮১ জন আহত হয়েছে। স্বাস্থ মন্ত্রালয়ও ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কিন্তু তাঁরা আবার আহতদের সংখ্যা কম বলেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর