বিনা অপরাধে ৩৫ বছর কারাবাস।২২ কোটি টাকা ক্ষতপূরণ কী আর ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া সময়।

 

 

বাংলা হান্ট ডেস্ক:বিনা অপরাধে ৩৫ বছর জেল খাটলেন ক্যাথি উডস নামের এক আমেরিকান মহিলা। আমেরিকার রেনো কলেজের ছাত্র মাইকেল মিশেল খুন হয়েছিলেন ১৯৭৬-এ। এই খুনের অপরাধী সন্দেহে ক্যাথি উডস নামের এক মহিলাকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত। সেই খুনের শাস্তি হিসাবে ক্যাথিকে ৩৫ বছর জেল খাটতে হয়। কিন্তু ২০১৪-তে খুনের ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিগারেটের টুকরো থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা থেকে প্রমাণিত হয়, এই খুন ক্যাথি করেননি। তার পর ২০১৫-তে  তিনি জেল থেকে ছাড়া পান।

IMG 20190830 145952

৩৫ বছর  বিনা অপরাধে শাস্তি ভোগ করায় ক্যাথিকে ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের আদালত।  ভারতীয় মুদ্রায়  যা প্রায় ২২ কোটি টাকা। কিন্তু এই টাকা কি সেই সময়গুলোর ক্ষতিপূরণ করতে পারে ? বিনা দোষে জেল কেড়ে নিল তাঁর জীবনের ৩৫টা বছর। ক্যাথির আইনজীবী এলিজাবেথ ওয়াং বলেছেন, ‘‘উডসকে যা সহ্য করতে হল, তাঁর জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। যদিও ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়লো।

 

২০১৪-তে খুনের ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিগারেট থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার পর মাইকেল খুনের প্রকৃত অপরাধী কে তা জানতে পারে পুলিশ। জানা গিয়েছে,  এক সিরিয়াল কিলার রোডনে হ্যালবোয়ার , সেই খুন করেছিলেন। মাইকেল ছাড়াও হ্যালবোয়ার নামের ওই সিরিয়াল কিলার আরও ছয় জন মহিলাকে ধর্ষণ করে খুন করেছেন বলে সন্দেহ পুলিশের।


সম্পর্কিত খবর