কৃষক বিক্ষোভ নিয়ে এবার সরব ব্রিটেন, বিদেশ সচিবকে চিঠি সেদেশের ৩৬ জন সাংসদের

বাংলা হান্ট ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) পর এবার বিতর্কিত কৃষি আইন ও কৃষক বিক্ষোভ নিয়ে উষ্মা প্রকাশ করলেন ব্রিটেনের ৩৬ জন সাংসদ। ইতিমধ্যেই এই নিয়ে তারা সেদেশের বিদেশ সচিব ডমিনিক রাবকে (Dominic Raab) চিঠিও দিয়েছেন। ইউকে’তে বসবাসকারী শিখদের প্রতি উদ্বেগ প্রকাশ করে তারা সত্ত্বর এই নিয়ে একটি বৈঠক করার দাবি করেছেন।

কেন্দ্রের আনা কৃষি আইনকে ব্রিটেনের ওই সাংসদরা ‘মৃত্যু পরোয়ানা বা Death Warrant বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে তাদের আশা এর ফলে তিন কোটি পাঞ্জাবী প্রবল অসুবিধায় পরবেন। চিঠিতে বলা হয়েছে, ‘পঞ্জাবের কৃষকদের সেখানকার অর্থনীতির মেরুদণ্ড হিসেবে গন্য করা হয়। আর কৃষকরা সেখানকার জাতীয় ও রাজ্য রাজনীতির অন্যতম বড় ফ্যাক্টর। ফলে স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কেন্দ্র ও পঞ্জাবের সব রাজনৈতিক নেতাদের মধ্যে বিবাদ তৈরি হয়েছে।’

Letter

প্রসঙ্গত, কদিন আগে কৃষকদের এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভকে তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন তিনি। গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে এক অনলাইন ইভেন্টে ট্রুডো বলেন, ‘ভারতে কৃষক বিদ্রোহের কথা আমি শুনেছি। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমি জানি আপনাদের অনেকেই এই বিক্ষোভে সামিল হয়েছেন। আমি বলতে চাই, শান্তিপূর্ণ কৃষক বিক্ষোভের পাশে আছে কানাডা। আমরা সর্বদা আলোচনায় বিশ্বাসী। আমরা এই নিয়ে ভারতীয় প্রশাসনের সঙ্গেও কথা বলব যাতে সব সমস্যা মিটে যায়।’

সম্পর্কিত খবর