ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ! নরেন্দ্র মোদি জিন্দাবাদ! সুদান থেকে দেশে ফিরেই স্লোগান ভারতীয়দের

বাংলা হান্ট ডেস্ক : চলছে ‘অভিযান কাবেরী’ (Operation Kaberi)! সুদানের গৃহযুদ্ধের (Sudan Civil War) দু:স্বপ্ন কাটিয়ে দেশে ফিরলেন ৩৬০ জন ভারতীয়। বুধবার সন্ধ্যায় সৌদি আরবের (Saudi Arabia) জেড্ডা থেকে বাণিজ্যিক উড়ানে তাঁরা নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) এসে পৌঁছান। বিমানবন্দরেই তাঁরা ‘ভারতীয় সেনা জিন্দাবাদ, মোদি জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। তাঁদের স্বাগত জানিয়ে টুইটারে ভারতের বিদেশমন্ত্রী লেখেনে, ‘নিজের লোকেদের স্বাগত জানাচ্ছে ভারত।

ফিরছেন ভারতীয়রা : অপারেশন কাবেরীর আওতায় প্রথম বিমান নয়াদিল্লিতে পৌঁছাল। ৩৬০ ভারতীয় নিজেদের মাতৃভূমিতে ফিরলেন।’ এরইমধ্যে ভোররাতের দিকে সুদান থেকে ১২৮ জন ভারতীয়কে নিয়ে জেড্ডায় অবতরণ করেছে চতুর্থ বিমান। তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে বলে খবর ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে।

৭২ ঘন্টার সংঘর্ষ বিরতি : সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে ভয়ংকর সংঘর্ষ চলছে। আর তার জেরে আফ্রিকার দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ‘অপারেশন কাবেরী’ শুরু করেছে ভারত। ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়েছে সে দেশে। এই সুযোগকেই পূর্ণ মাত্রায় কাজে লাগিয়ে সুদান থেকে ভারতীয়দের বের করে নিয়ে এসে প্রাথমিকভাবে সৌদি আরবের জেড্ডায় আনা হচ্ছে। গত মঙ্গলবার প্রথম দফায় ভারতীয় নৌবাহিনীর আইএনএস মেধায় করে সুদান থেকে ২৭৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়।

অপারেশন চালাচ্ছে ভারতীয় বায়ুসেনাও : এই অভিযানে ময়দানে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিমানও। ভারতীয় বায়ুসেনার প্রথম সি-১৩০জে বিমানে ১২১ জন, দ্বিতীয় বিমানে ১৩৫ জন, তৃতীয় বিমানে ১৩৬ জন এবং চতুর্থ বিমানে ১২৮ জন ভারতীয়কে জেড্ডায় আনা হয়েছে। চতুর্থ বিমানটি বৃহস্পতিবার জেড্ডায় অবতরণ করেছে। যেখানে আছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন। জেড্ডা থেকে পুরো উদ্ধারকাজ পরিদর্শন করছেন। তিনি জানিয়েছেন, যে ভারতীয়রা জেড্ডায় ফিরেছেন, তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।

কী অবস্থা সুদানের? ৭২ ঘণ্টার সংঘর্ষ-বিরতি চুক্তি থাকলেও সুদানের অবস্থা একেবারেই ভালো নয়। রাজধানী খার্তুম-সহ একাধিক জায়গা থেকে সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে বাকি ভারতীয়দেরও দ্রুত সুদান থেকে বের করে আনার চেষ্টা করছে ভারত। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, যে এলাকাগুলিতে সংঘর্ষ চলছে, সেই এলাকাগুলি থেকে বাসে করে ভারতীয়দের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাঁদের পোর্ট সুদানে নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। যেখান থেকে তাঁদের সমুদ্রপথ এবং আকাশপথে জেড্ডায় নিয়ে আসা হচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর